মো: সামিরুজ্জামান, বিশেষ প্রতিনিধ
ভোলা তথা সারাদেশে কারিগরি শিক্ষায় দক্ষ জনশক্তি গড়ে তোলার লক্ষ্যে নবযাত্রা শুরু করলো জন উন্নয়ন টেকনিক্যাল ট্রেনিং ইনস্টিটিউট।
বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) সকালে অনুষ্ঠানিকভাবে এর উদ্ধোধন করেন পিকেএসএফের অতিরিক্ত পরিচালক ড. মোঃ জসীম উদ্দিন।
গ্রামীণ জন উন্নয়স সংস্থা নিজস্ব অর্থায়নে এ ইনস্টিটিউটি প্রতিষ্ঠা করেছে।
এটি চালুর মধ্যদিয়ে দ্বীপজেলা ভোলার দরিদ্র শিক্ষার্থীরা স্বপ্ল খরচে কারিগরি শিক্ষায় দক্ষ হয়ে উঠতে পারবেন বলে মনে করা হচ্ছে।
প্রাথমিকভাবে শিক্ষার্থীরা এ প্রতিষ্ঠানে মোবাইল ফোন সার্ভিসিং, জেনারেল কেয়ারগিভিং, ড্রাইভিং, টেইলারিং অ্যান্ড ড্রেসমেকিং ও বিউটিফিকেশনসহ অন্নত ২০ টি ট্রেডে প্রশিক্ষণের সুযোগ পাবেন।
ভোলা সদরের ব্যাংকের হাটে বাজার সংলগ্ন এলাকায় মনোরম পরিবেশে এ প্রতিষ্ঠানটি স্থাপিত হয়েছে।
এটি আধুনিক ও কার্যকর প্রশিক্ষণ কেন্দ্র, যা দেশের পিছিয়ে পড়া দরিদ্র শিক্ষার্থীদের কারিগড়ি শিক্ষায় দক্ষ ও কর্মসংস্থান সৃষ্টিতে বিশেষ ভূমিকা পালন করবে বলে মনে করছেন ভোলা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা।
এই প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠার পর কারিগরি শিক্ষায় শিক্ষিত হয়ে শিক্ষার্থীরা ত্দের জীবনে ইতিবাচক পরিবর্তন এনে দিয়েছে। তাদের
দক্ষতাকে স্বপ্নে রূপান্তরিত করতে জন উন্নয়ন টেকনিক্যাল ট্রেনিং ইনস্টিটিউটেরে কোর্সগুলো।
এটিকে আরও আধুনিকায়ন করতে সার্বিক সহযোগীতার আশ্বাস পাকেএসএফের কর্মকর্তাদের।
উন্নত প্রশিক্ষনের মাধ্যমে দেশের গন্ডি ছাড়িয়ে বিদেশের মাটিতেও প্রশিক্ষনার্থীরা সফল হবেন বলে মনে করছেন প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা
এদিকে উদ্ধোধনী অনুষ্ঠানে আরও উপস্তিত ছিলেন,ভোলা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সজল চন্দ্র শীল, , গ্রামীন জন উন্নয়স সংস্থার নির্বাহী পরিচালক জাকির হোসেন মহিন, জেইউটিটিআই অধ্যক্ষ সাধন কুমার পাল প্রমুখ।
এ প্রতিষ্ঠান থেকে এরই মধ্যে ৩ হাজারের অধিক শিক্ষার্থীর কর্মসংস্থান হয়েছে।
সম্পাদকীয় ও বাণিজিক কার্যালয়: ব্লক: ই, সেক্টর: ১৫, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০
নিউজ রুম মোবাইল: +৮৮০ ১৬১৯৮৭৭১৫৭, ইমেইল: news@hotnews24.news
সম্পাদক ইমেইল: editor@hotnews24.news, বিশেষ প্রয়োজনে: hotnewslive24@gmail.com
কপিরাইট ©2006-2024 hotnews24.news