বরগুনা প্রতিনিধি
গত ৫ আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ত্যাগের পরপরই গাঢাকা দিয়েছে সিনিয়র নেতারা।
বরগুনা জেলা আওয়ামীলীগ এর সাধারণ সম্পাদক শেখ হাসিনার সাথে ফোনে কথা বলার অপরাধে ইতিমধ্যে জেল হাজতে রয়েছেন একাধিক মামলাও হয়েছে তার নামে।জেলা আওয়ামী লীগের সভাপতি ধীরেন্দ্র দেবনাথ শম্ভু, গোলাম সরোয়ার টুকু সহ সকল সিনিয়র নেতারা রয়েছেন পর্দার আড়ালে। ইতিমধ্যে সাধারণ কর্মীদের সাথে যোগাযোগ শুরু করছিলো সদর উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক অ্যাড.শাহ মোহাম্মদ ওয়ালি উল্লাহ অলি, যুবলীগের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ সহ কিছু নেতারা তারাও আবার মামলায় পরে গাঢাকা দিতে বাধ্য হয়েছন।
তালতলী উপজেলা আওয়ামীলীগ এর সভাপতি রেজবি উল কবির, সাধারণ সম্পাদক তৌফিক উজ্জামান তনু সহ সিনিয়র নেতারা গাঢাকা দিয়েছেন এ কারনে বিপাকে রয়েছেন তালতলী উপজেলার সাধারণ কর্মীরা।আমতলী,বেতাগী,পাথরঘাটা ও বামনা সহ সকল উপজেলার নেতারা গাঢাকা দিয়েছেন।
একাধিক কর্মীরা বলেন দলের সুদিনে তারা আত্মীয় করন করেছেন, বিভিন্ন ভাবে তৃনমূল কর্মীদের অবহেলা করেছেন এখন দুর্দিনে আমরা সাধারণ কর্মীরাও এলাকায় থাকতে পারিনা তাদের দুর্নীতির কারনে।আমাদের সংসার পরিজন নিয়ে খুব বিপদে আছি সবাই।
তৃনমূলের দাবি একটাই তারা এই সুবিধাবাধী নেতাদের বাদ দিয়ে ক্লিন ইমেজের কর্মী বান্ধব নেতার মাধ্যমে দল পরিচালনার ইঙ্গিত দিয়েছেন।