ডেস্ক রিপোর্ট
কোটা সংস্কার আন্দোলনের জেরে জারি করা কারফিউ শিথিল, ঢাকাবাসীর মুখে হাসি ফিরল
আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় কারফিউ শিথিলের সময় আরও বাড়ল, স্বরাষ্ট্রমন্ত্রীর ঘোষণা
ঢাকা মহানগরসহ আশপাশের জেলাগুলোতে কারফিউ শিথিলের সময় আরও দুই ঘণ্টা বাড়ানো হয়েছে। আজ রোববার থেকে কারফিউ সকাল ৭টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত শিথিল থাকবে। আগামীকাল সোমবার ও পরশু মঙ্গলবারও এই সময় পর্যন্ত কারফিউ শিথিল থাকবে বলে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান জানিয়েছেন।
গত সপ্তাহে সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলন ঘিরে সারা দেশে বিক্ষোভ, সংঘর্ষ ছড়িয়ে পড়লে আইনশৃঙ্খলা পরিস্থিতি বিঘ্নিত হওয়ায় গত শুক্রবার দিবাগত রাত ১২টা থেকে সারা দেশে কারফিউ জারি করা হয়। তবে আইনশৃঙ্খলা পরিস্থিতি ক্রমান্বয়ে ভালোর দিকে যাওয়ায় ধাপে ধাপে কারফিউ শিথিল করা হচ্ছে।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “আইনশৃঙ্খলা পরিস্থিতি ক্রমান্বয়ে ভালোর দিকে যাচ্ছে। সে জন্য আমরা কারফিউ আরেকটু শিথিল করতে চাচ্ছি। খুব শিগগির চেষ্টা করব কারফিউ আরও শিথিল করার জন্য।”
গত শুক্রবার ও শনিবার কারফিউ শিথিল ছিল সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত। কিন্তু আজ রোববার থেকে দুই ঘণ্টা বাড়িয়ে কারফিউ শিথিলের সময় সকাল ৭টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত করা হয়েছে।