মিঠুন সাহা,খাগড়াছড়ি
সীমান্ত সূরক্ষার পাশাপাশি বাংলাদেশ বর্ডার গার্ড যামিনীপাড়া ব্যাটালিয়ন (২৩ বিজিবি) বিভিন্ন ধরণের জনকল্যাণমূলক কর্মসূচি পরিচালনা করে আসছে। তারই ধারাবাহিকতায় খাগড়াছড়ি পার্বত্য জেলার মাটিরাঙ্গা উপজেলার আওতাধীন যামিনী পাড়া জোন এর ব্যবস্থাপনায় পানছড়ি উপজেলার মরাটিলা নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের ৬টি সিলিং ফ্যান বিতরণ করলেন ২৩ বিজিবি যামিনীপাড়া ব্যাটালিয়ন এর জোন অধিনায়ক লেঃ কর্নেল আলমগীর কবির, পিএসসি।
বুধবার ( ১০ জুলাই) বিকাল ৫টার সময় মরাটিলা নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ে তিনি এই মানবিক সহযোগিতা প্রদান করেন।
এই সময় উপস্থিত ছিলেন মরাটিলা নিম্ন মাধ্যমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও কার্বারী বাদশা কুমার ত্রিপুরা,প্রধান শিক্ষক প্রভাষ রায়,স্থানীয় জনপ্রতিনিধি অমর চান ত্রিপুরা কাখারাং,সাংবাদিকসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
জোন অধিনায়ক লেঃ কর্নেল আলমগীর কবির, পিএসসি বলেন,পার্বত্য এলাকায় স্থিতিশীলতা ও শান্তি সম্প্রীতি বজায় রাখার লক্ষ্যে যামিনীপাড়া ব্যাটালিয়ন (২৩ বিজিবি) সীমান্ত রক্ষার পাশাপাশি নিয়মিতভাবে বিভিন্ন ধরণের জনকল্যাণমূলক কর্মসূচি পরিচালনা করে আসছে। তারই ধারাবাহিকতায় আজকে যামিনী পাড়া জোন এর আওতাধীন মরাটিলা নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ে ৬টি সিলিং ফ্যান দেওয়া হয়েছে। আমাদের এই কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
সম্পাদকীয় ও বাণিজিক কার্যালয়: ব্লক: ই, সেক্টর: ১৫, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০
নিউজ রুম মোবাইল: +৮৮০ ১৬১৯৮৭৭১৫৭, ইমেইল: news@hotnews24.news
সম্পাদক ইমেইল: editor@hotnews24.news, বিশেষ প্রয়োজনে: hotnewslive24@gmail.com
কপিরাইট ©2006-2024 hotnews24.news