এম,এ,মান্নান, নিয়ামতপুর
নওগাঁ নিয়ামতপুর শ্রীমন্তপুর ইউনিয়ন অন্তর্ভুক্ত শালবাড়ী বাজারের মধ্য দিয়ে যে রাস্তা হচ্ছে তাতে রাস্তার আযুকাল কতদিন হবে তা বুঝা যাচ্ছে নিম্নমানের ইট দেখে।এমনিতেই ৩নং ইট তার পরও ইটের চেয়ে ইটের ধুলার পরিমান ই বেশি।মাঝে মধ্যে মাটি না খুড়ে শুধু উপরে ৩নং ইটের খোয়া সাজিয়ে রেখেছে।
স্থানীয় ইউ,পি সদস্য মোঃ আনিছার রহমানের কাছে সাংবাদিক টিম গেলে বলেন এ রাস্তার কাজ খুবই নিম্নমানের হচ্ছে।আমি ব্যাক্তিগত ভাবে এ নিম্নমানের কাজকে ধিক্কার জানাই আমি নিজে এ কাজে বাধা দেয়ার পরও কে বা কাহার ইন্দনে কাজ আবার শুরু হয়ে যায়।আমাদের মমতাময়ী মা প্রধানমন্ত্রী শেখ হাসিনা চায় এ গোটা বাংলাদেশ কে "স্মার্ট বাংলাদেশ”করতে।কিন্তু স্বার্থনেশী মহল যারা বাংলাদেশ কে ধ্বংস করতে চায় তাদের হাতে হাত মিলিয়ে আমাদের এ দেশকে সর্বনাসের দিকে ঠেলে দিচ্ছে।আমি এ মিরজাফরূেরকে চিহ্নিত করে বিচারের আওতায় না আনা গেলে দেশকে কোনদিন ই মুক্তির পথ দেখানো সম্ভব নয় বলে আমি মনে করি।
যে রাস্তা কার্পেটিং এর কাজ চলছে তা বেশিস্থায়ী হওয়ার কথা কল্পনা করা যায় না। যেখানে রয়েছে ভূ্মি অফিস (শ্রীমন্তপুর ও বাহাদুরপুর ইউনিয়ন)।এ অফিসে ২টি ইউনিয়ন এর জমির খাজনা-খারিজ সহ জমির বিভিন্ন সমস্যার সমাধান করা হয়।কিন্তু নাম মাত্র রাস্তাটি নির্মান করে জনগন কে আরও সমস্যায় পড়তে হবে বলে আমি মনে করি।যারা বা যাদের স্বার্থ হাসিলের জন্য নিম্নমানের রাস্তা হচ্ছে তাদের স্বার্থ হাসিল হওয়ায় বড় কথা।তারা এ টুকু ভাবে না নিম্নমানের রাস্তার কারনে দেশের অনেক ক্ষতি হয়ে যায়।
কারন রাস্তাটি নষ্ট হয়ে গেলে আবার ও রাস্তাটি নির্মানে বহু টাকা ব্যয় হবে যা আমাদের এ সোনার বাংলাদেশ কে স্মার্ট বাংলাদেশ গড়তে খুব সমস্যার সম্মুখীন হতে হবে।আমার আকুল আবেদন স্থানীয় প্রশাসন দ্বারা রাস্তাটির কাজ পরিদর্শন করে অন্তত আমাদের এ সোনার বাংলাদেশের সোনার মানুষগুলোকে ক্ষতির সম্মুখীন হতে বাঁচাবেন।
সম্পাদকীয় ও বাণিজিক কার্যালয়: ব্লক: ই, সেক্টর: ১৫, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০
নিউজ রুম মোবাইল: +৮৮০ ১৬১৯৮৭৭১৫৭, ইমেইল: news@hotnews24.news
সম্পাদক ইমেইল: editor@hotnews24.news, বিশেষ প্রয়োজনে: hotnewslive24@gmail.com
কপিরাইট ©2006-2024 hotnews24.news