মোঃ রাওফুল বরাত বাঁধন ঢালী
উজানের পাহাড়ী ঢল অনবরত, বৃষ্টিপাতের প্রভাবে সর্বনাশা তিস্তা নদীর পানি বেড়েই চলছে।
লালমনিরহাটের ৫ উপজেলার বিভিন্ন এলাকার নদীর তীরবর্তী নিম্নাঞ্চল চরাঞ্চলে কিছু এলাকায় পানি উঠতে শুরু করেছে। তলিয়ে গেছে, পাটক্ষেতসহ বিভিন্ন ফসলি জমি। আতঙ্কে তিস্তা পাড়ের লক্ষ লক্ষ মানুষ।
পানি বৃদ্ধি হওয়ার সাথে সাথেই গত সপ্তাহ থেকে ধরলা নদীর ভাংঙ্গন ও বৃদ্ধি পেয়েছে ধরলা নদীর ভাংঙ্গনের বিষয়টি নিশ্চিত করেছেন, মোগলহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ হাবিবুর রহমান। ধরলা নদী ভাংঙ্গনের শিকার কত পরিবার তা এ সংবাদ লেখার আগ পর্যন্ত চেয়ারম্যানের সাহেব তা জানাননি।
পানি উন্নয়ন বোর্ডের তথ্য মতে, গত ২৪ ঘণ্টার ব্যবধানে তিস্তা নদীর পানি প্রায় ৮৫ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বিপদসীমার কাছাকাছি উঠানামা করছে।
তিস্তার পানি বাড়ায় লালমনিরহাট সদর উপজেলার কালমাটি, খুনিয়াগাছ, আদিতমারী উপজেলার মহিষখোচা, গোবর্ধন, সর্দারপাড়া, কালীগঞ্জ উপজেলার ভোটমারী, কাকিনা, হাতীবান্ধা উপজেলার সানিয়াজান, গড্ডিমারী, পাটিকাপাড়া, সিংগীমারী এবং সিন্দুর্না ইউনিয়ন এলাকার শতাধিক পরিবার পানিবন্দী হয়ে পড়েছে।
পানি উন্নয়ন বোর্ড লালমনিরহাটের নির্বাহী প্রকৌশলী শুনীল কুমার, বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের বরাত দিয়ে জানান, আবহাওয়া সংস্থাসমূহের তথ্যানুযায়ী, আগামী ২ দিনে দেশের উত্তরাঞ্চল এবং তৎসংলগ্ন উজানে মাঝারী থেকে ভারী এবং কতিপয় স্থানে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। ফলে, এই সময়ে দেশের উত্তরাঞ্চলের তিস্তা, ধরলা, দুধকুমার ইত্যাদি নদ-নদীসমূহের পানি সমতল সময়ে বিশেষ ভাবে বৃদ্ধি পেতে পারে তিস্তা নদীর কতিপয় পয়েন্ট গুলো স্বল্প মেয়াদে বিপদসীমা অতিক্রম করতে পারে।
১ জুলাই সোমবার ২০২৪ ইং তারিখ এর সন্ধ্যা ৭,৩০ টার প্রাপ্ত তথ্য হচ্ছেঃ- তিস্তা নদী:
১। ডালিয়া পয়েন্ট – পানির সমতল ৫৩.৬৯মিটার (বিপদসীমা = ৫৪.১৭মিটার) যা বিপদসীমার ৪৮সে.মি নিচে ।
২। কাউনিয়া পয়েন্ট –
পানির সমতল ২৯.০০ মিটার
(বিপদসীমা = ২৮.৭৫ মিটার)
যা বিপদসীমার ০৫ সে.মি উপরে ।
ধরলা নদীঃ
১। শিমুলবাড়ি পয়েন্ট –
পানি সমতল ৩০.৪৪ মিটার,
(বিপদসীমা = ৩১.০৯ মিটার)
যা বিপদসীমার ৬৫ সে.মি নিচে।
লালমনিরহাটে গতকাল রোববার সকাল ৯টা হতে আজ সোমবার রাত ৯টা পর্যন্ত বৃষ্টিপাতঃ ৮ মিলিমিটার। তবে সোমবার বিকেল ৫ টা থেকে লালমনিরহাট জেলায় ভারী বৃদ্ধিপাত অব্যহত রয়েছে।
অতি দ্রুত তিস্তা চুক্তি বাস্তবায়ন না হলে চরম দুর্ভোগকে পড়বে উত্তরবঙ্গের মঙ্গা কবলিত মানুষ সাধারণ মানুষ জননেত্রী শেখ হাসিনার দৃষ্টি আকর্ষণ করা হলো উত্তরবঙ্গের মানুষের জীবন মান উন্নয়নে আপনি এগিয়ে আসুন এবং বিশেষ সুদৃষ্টি রাখুন। ০১৯৯৬১৩৫৯০৯
সম্পাদকীয় ও বাণিজিক কার্যালয়: ব্লক: ই, সেক্টর: ১৫, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০
নিউজ রুম মোবাইল: +৮৮০ ১৬১৯৮৭৭১৫৭, ইমেইল: news@hotnews24.news
সম্পাদক ইমেইল: editor@hotnews24.news, বিশেষ প্রয়োজনে: hotnewslive24@gmail.com
কপিরাইট ©2006-2024 hotnews24.news