মোঃআল আমিন, মাধবপুর
হবিগঞ্জ, মাধবপুর উপজেলার একটি বড় সমস্যা হচ্ছে পাম্পে গ্যাস সংকট।প্রতি মাসের শেষের দিকে এই সমস্যায় ভোগতে হচ্ছে মাধবপুরের যাত্রী সাধারন এবং সিএনজি ড্রাইভারদের।মাস শেষ হওয়ার আগেই পাম্পের নির্দিষ্ট পরিমান গ্যাস শেষ হয়ে যায়।
যাত্রীদের সাথে কথা বললে তারা বলেন,প্রত্যেক মাসে শেষের দিকে খুব কষ্ট করে সিএনজি দিয়ে চলাচল করতে হয়।ভাড়া বেশি দিতে হয়,তারপর গাড়িও কম থাকে রোডে।এতবড় একটা সমস্যা,অথচ আমাদের সিলেট বিভাগ থেকে গ্যাস নিয়ে অন্য জায়গায় দেওয়া হচ্ছে আর আমরা মাসের পর মাস কষ্ট করে যাচ্ছি। আশা করি এমপি ব্যারিস্টার সাইদুল হক সুমন ভাই এই দিকে নজর দিবেন।
সিএনজি ড্রাইভারদের সাথে কথা বললে তারা বলেন,আমরা প্রতি মাসে শেষের দিকে গ্যাসের জন্য গাড়ি চালাতে পারি না।কেউ বাধ্য হয়ে এলপি গ্যাসের ব্যবস্থা করি না হয় ব্রাহ্মণবাড়িয়া জেলার বিশ্বরোড নামক স্থান থেকে সারা রাত জেগে গ্যাসের ব্যবস্থা করি।এই জন্য আমরা যাত্রীদের কাছ থেকে ভাড়া একটু বেশি রাখি।
গ্যাস পাম্পের ম্যানেজার বলেন,আমরা একটা লিমিট পরিমান গ্যাস প্রতি মাসে দিয়ে থাকি,এর বাহিরে ইচ্ছে করলেই দেওয়া সম্ভব না।তাই দেখা যাচ্ছে মাস শেষ হওয়ার আগেই আমাদের লিমিট শেষ হয়ে যায়।এই সমস্যার জন্য মাধবপুরের যত যাত্রী এবং গ্যাস চালিত গাড়ির চালকরা আছেন তারা খুবই কষ্ট করছে।আমরাও চাই এই সমস্যার সমাধান হোক,মাননীয় এমপি মহোদয় জনাব সুমন সাহেবের দৃষ্টি কামনা করছি।