মোঃ রাওফুল বরাত বাঁধন ঢালী
লালমনিরহাট জেলা, কালীগঞ্জ উপজেলার, চলবলা ইউনিয়নের তেতুলিয়া নামক গ্রামে বজ্রপাতে ঘরসহ পাঁচটি গবাদি পশু পুড়ে ছাই হয়ে গেছে।
স্থানীয় মারফত ও সরেজমিন দর্শন সূত্রে জানা যায়,
গত মঙ্গলবার গভীর রাতে বজ্রপাত সহ প্রচুর বৃষ্টিপাত হয়। এসময় বজ্রপাতে উপজেলার তেতুলিয়া গ্রামের বিনোদ রায়ের ছেলে পুলিন রায়ের বসত ঘর বজ্রপাতে আক্রান্ত হয়।
এসময় তার বসতবাড়ির ২টি ঘর পুড়ে যায় এবং ঘরের ভিতরে থাকা ৩টি ছাগল ও ২টি গরু আগুনে পুড়ে মারা যায়।
এ ঘটনায় কোন মানুষ আহত হয়নি, ক্ষতিগ্রস্ত কৃষক পুলিন রায় বলেন, গভীর রাতে বিকট শব্দে বজ্রপাত হয়ে আমার ঘরে আগুন লেগে যায়, এতে আমার ২ টি ঘর পুড়ে যায়,সাথে ৩ টি ছাগল ও ২টি গরু পুড়ে মারা যায়।
এতে আমার প্রায় পাঁচ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।কালীগঞ্জ উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ মোশারফ হোসেন জানান, বজ্রপাতে দুটি গরু ও তিনটি ছগল পুড়ে যাওয়ার খবর পেয়েছি।
সম্পাদকীয় ও বাণিজিক কার্যালয়: ব্লক: ই, সেক্টর: ১৫, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০
নিউজ রুম মোবাইল: +৮৮০ ১৬১৯৮৭৭১৫৭, ইমেইল: news@hotnews24.news
সম্পাদক ইমেইল: editor@hotnews24.news, বিশেষ প্রয়োজনে: hotnewslive24@gmail.com
কপিরাইট ©2006-2024 hotnews24.news