জাহিদ হাসান সাব্বির, রাজশাহী
খাদিম মর্টারস এর পক্ষ থেকে দেশব্যাপী সিরামিক শিল্পীদের জন্যে চলছে কর্মশালা। মাস্টারিং ম্যাসনরি - নামের এই কর্মশালাতে সিরামিক শিল্পীদের হাতে কলমে টাইল এডহেসিভ ব্যবহার করে কিভাবে ওয়াল ও ফ্লোর টাইলস, সিরামিকের ক্ল্যাডিং, সিরামিকের রুফ টাইলস স্থাপন করতে হয় সে বিষয়ে প্রশিক্ষণ দেয়া হচ্ছে।
টাইল এডহেসিভ এক বিশেষ ধরনের বালি আর সিমেন্টের মিক্স, যাতে থাকে সেলুলোজ ও পলিমারের মতোন রাসায়নিক উপাদান। এই রেডিমিক্স এর সাথে শুধুমাত্র পানি মিশিয়ে সাথে সাথে সিরামিকের নির্মাণ সামগ্রী স্থাপনের কাজে ব্যবহার করা যায়। আর কিউরিং করার প্রয়োজন হয় না বলে টাইলস স্থাপনে বাইরের দেশে এর চাহিদাও অনেক বেশি । অতিরিক্ত ময়লা উৎপাদন করে না বলে পরিবেশকেও রাখে সুরক্ষিত।
কর্মশালাতে মিরপুর ও খাদিম সিরামিকসের পক্ষ থেকে সিরামিকের নির্মাণ সামগ্রীর ওপর কোন ধরণের টাইল এডহেসিভ কিভাবে বসাতে হবে সেই বিষয়ে বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের ডেপুটি ম্যানেজার মো আজাদ হোসেন । একইসাথে বক্তব্য রাখেন রাজশাহী সিটি কর্পোরেশনের এসিসটেন্ট ইঞ্জিনিয়ার শাহরিয়ার সুলতান পরাগ।
বক্তব্য দেবার পর হাতে কলমে প্রশিক্ষণ দেয়া হয় এবং প্রশিক্ষণের ওপর ভিত্তি করে সিরামিক শিল্পীদের ভেতর প্রশিক্ষণের সনদ বিতরণ করা হয়।
প্রসঙ্গত, রাজশাহীতে প্রথমবারের মত রানিবাজারে কিছুদিন আগে মিরপুর ও খাদিম সিরামকস তাদের ডিসপ্লে ও সেল্স সেন্টারের উদ্বোধন করে।
সম্পাদকীয় ও বাণিজিক কার্যালয়: ব্লক: ই, সেক্টর: ১৫, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০
নিউজ রুম মোবাইল: +৮৮০ ১৬১৯৮৭৭১৫৭, ইমেইল: news@hotnews24.news
সম্পাদক ইমেইল: editor@hotnews24.news, বিশেষ প্রয়োজনে: hotnewslive24@gmail.com
কপিরাইট ©2006-2024 hotnews24.news