আবু মাহাজ, ভোলা
ভোলার বোরহানউদ্দিনে ঘূর্ণিঝড় রিমালে ক্ষতিগ্রস্তদের মাঝে মানবিক সহায়তা প্রদান করেন এনজিও সংস্থা- ব্র্যাক।
শনিবার বিকালে বোরহানউদ্দিন পাওয়ার প্লান্ট রোড সংলগ্ন ব্র্যাক অফিস কার্যালয় প্রাঙ্গনে ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে।
সহকারী কমিশনার ভূমি ইমরান জাহিদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে
এ খাদ্য সামগ্রী বিতরণ করেন।
এ-সময় উপস্থিত ছিলেন ব্র্যাক জেলা সমন্নয়ক মোঃ হাফিজুর রহমান, ব্র্যাক আঞ্চলিক ব্যবস্থাপক মোঃ কামরুজ্জামান, বোরহানউদ্দিন শাখা ব্যবস্থাপক মোঃ শওকত হোসেন, এরিয়া ম্যানেজার কমল দাস, এলাকা ব্যবস্থাপক প্রগতি মোঃ হাবিবুর রহমান সহ আরও অনেকে।
ব্র্যাকসুত্রে জানাযায়, ভোলায় ঘূর্ণিঝড় রিমালে ক্ষতিগ্রস্তদের মাঝে মানবিক সহায়তা প্রদান করার লক্ষ্যে এনজিও সংস্থা – ব্র্যাক ভোলা জেলার ৭টি উপজেলায় কাজ করে যাচ্ছে। এরই অংশ হিসেবে বোরহানউদ্দিন উপজেলায় ৮৩ জন কে এ সহযোগিতা করেন ব্র্যাক।
প্রত্যেক উপজেলায় একলক্ষ টাকার সমপরিমাণ ত্রাণ সহায়তা সামগ্রী বিতরণ করছে ব্র্যাক। তার মধ্যে রয়েছে মিনিকেট চাল ১০ কেজি, আলু ২ কেজি,মসুর ডাল ১ কেজি, সয়াবিন তৈল ১ কেজি এবং লবন ১ কেজি।
এছাড়াও জেলা নগদ অনুদান হিসেবে ৮০০ জন প্রত্যেক কে নগদ ২০০০ টাকা অনুদান প্রদান করেন ব্র্যাক।