ডিজিটাল ডেস্ক
পটুয়াখালীর মাদারবুনিয়া ইউনিয়নের চারা বুনিয়া গ্রামে মঙ্গলবার (২৭ আগস্ট) রাতে এক বসতবাড়িতে সশস্ত্র হামলা ও লুটপাটের ঘটনা ঘটেছে। রাত ১০টার দিকে মোঃ মনির সিকদার (৩৮) এর বাড়িতে এই হামলার ঘটনা ঘটে। হামলাকারীরা মনির সিকদারকে অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং শারীরিকভাবে নির্যাতন করে।
হামলাকারীরা ভুক্তভূগির টিনের তৈরি বসতঘরটি আংশিকভাবে ভাঙচুর করে এবং মনির সিকদারের খালাতো বোনের গলা থেকে ৮ আনা ওজনের স্বর্ণের চেইন ছিনিয়ে নেয়। এছাড়াও, ঘরের ভিতরে থাকা মাছ বিক্রির নগদ ১৫,০০০ টাকা লুট করে নিয়ে যায়।
স্থানীয় বাজারে অবস্থান করা কিছু লোক হামলার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে গেলেও, হামলাকারীরা পালিয়ে যায়।
ভুক্তভোগী মনির সিকদার অভিযোগ করেন, জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন করে থানায় যোগাযোগ করার চেষ্টা করলেও পুলিশ রাতের অপারেশনে যেতে অপারগতা প্রকাশ করে।
প্রতিবেশীদের সাথে কথা বলে জানা যায় মনির জানান, "আমি বাজার থেকে বাড়ি ফেরার পথে দেখতে পাই যে মনির চাচার সঙ্গে তার বাড়ির সামনে ধস্তাধস্তি হচ্ছে। তারা সংখ্যায় অনেক ছিলো, তাই আমরা সামনে যেতে পারিনি।"
মনির সিকদারের স্ত্রী নাজমা বেগম বলেন, "হামলাকারীদের মধ্যে প্রায় ২৫-৩০ জন লোক ছিল। এদের মধ্যে একজনকে চিনতে পেরেছি, সে হলো বাবার বাড়ি বল্লবপুর এলাকার খলিল হাওলাদারের ছেলে ইমাম।"
এ বিষয়ে পটুয়াখালী সদর থানার অফিসার ইনচার্জ মো জাসিম জানান, "ঘটনার বিষয়ে প্রাথমিকভাবে জানা গেছে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।"
স্থানীয় জনগণের মধ্যে এ হামলার ঘটনায় ব্যাপক উদ্বেগ ও আতঙ্ক বিরাজ করছে। নিরাপত্তার দাবিতে সংশ্লিষ্ট এলাকার জনগণ দ্রুত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন।
সম্পাদকীয় ও বাণিজিক কার্যালয়: ব্লক: ই, সেক্টর: ১৫, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০
নিউজ রুম মোবাইল: +৮৮০ ১৬১৯৮৭৭১৫৭, ইমেইল: news@hotnews24.news
সম্পাদক ইমেইল: editor@hotnews24.news, বিশেষ প্রয়োজনে: hotnewslive24@gmail.com
কপিরাইট ©2006-2024 hotnews24.news