মো:ফায়সাল সৈয়দপুর
বিগত ২৫ জুন ২০২৪ তারিখ মঙ্গলবার, দৈনিক গণকন্ঠ পত্রিকার নাম ব্যবহার করে জনৈক বিশেষ প্রতিনিধি “মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা অমান্য করে সৈয়দপুরে ওব্যাট কানাডা সহ কিছু এনজিওর অর্থায়নে কোরবানী প্রোগ্রাম ২০২৪ এর মাংস বিতরণ, অনিয়মের অভিযোগ” শিরোনামে প্রকাশিত সংবাদে ‘প্রান্তিক উন্নয়ন সোসাইটি’ কে জড়িয়ে প্রকাশিত সংবাদটি সামাজিক যোগাযোগ (ফেসবুক) এর মাধ্যমে আমাদের দৃষ্টিগোচর হয়েছে। প্রকাশিত সংবাদটি অপরিণত পেশাদারিত্ব ও উন্নয়ন কর্মকান্ডে সীমিত জ্ঞানের প্রতিফলনে সৃষ্ট একটি অনুমান নির্ভর, ভিত্তিহীন ও প্রান্তিক এর ভাবমূর্তি বিনষ্টের হীন প্রচেষ্টা ছাড়া আর কিছুই নয়। আমরা গভীর উদ্বেগের সাথে লক্ষ করেছি, একই হীন উদ্দেশ্য চরিতার্থ করার জন্য এই সংবাদটি প্রায় একই ভাষায় আরো কয়টি অনলাইন পত্রিকা ও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করা হয়েছে।সংস্থার পক্ষ থেকে এই সংবাদগুলোর তীব্র প্রতিবাদ জানাচ্ছি।
“ওব্যাট কানাডা” একটি দাতা সংস্থা। প্রান্তিক যে সকল দাতা সংস্থার অর্থায়নে বাংলাদেশের ৮টি জেলার অন্তর্গত ১৫টি উপজেলায় ১৯৯৮ সাল থেকে উন্নয়ন কর্মকান্ড পরিচালনা করে আসছে ”ওব্যাট কানাডা” তার মধ্যে অন্যতম। এই দাতা সংস্থার অর্থায়নে প্রান্তিক সৈয়দপুর ছাড়াও কক্সবাজার জেলার উখিয়া এবং নোয়াখালী জেলার সুবর্ণচরে ২০২০ সাল থেকে জাতীয় পর্যায়ের বাস্তবায়নকারী সংস্থা হিসেবে বিভিন্ন উন্নয়ন কর্মকান্ড পরিচালনা করে আসছে। সুতরাং এই দাতা সংস্থার নামে উপজেলা নির্বাহী কর্মকর্তার দপ্তরে এফসি-১ বা এফডি-৬ এর কাগজ খুঁজে পাওয়ার কথা নয়। বৈদেশিক অর্থায়নে বাস্তবায়নযোগ্য যে কোন প্রকল্প এনজিও বিষয়ক ব্যুরো থেকে অনুমোদন প্রাপ্তির পর সরকারী নির্দেশনা অনুযায়ী প্রান্তিক উন্নয়ন সোসাইটি এর পক্ষ থেকে সুনির্দিষ্ট সময়ের মধ্যে প্রকল্প অনুমোদন ও প্রকল্প সম্পর্কিত যাবতীয় তথ্যের ছায়াকপি সংশ্লিষ্ট জেলা প্রশাসক, সিভিল সার্জন এবং উপজেলা নির্বাহী কর্মকর্তার দপ্তরে জমা দেওয়া হয়েছে এবং প্রতিটির প্রাপ্তি-স্বাক্ষর সম্বলিত নথির ছায়াকপি প্রান্তিক উন্নয়ন সোসাইটি এর সৈয়দপুর আঞ্চলিক অফিসে সংরক্ষিত আছে।
নিয়ম অনুযায়ী প্রান্তিক উন্নয়ন সোসাইটি বিগত ১৮ জুন ২০২৪ তারিখে অনুষ্ঠিত কোরবানি প্রোগ্রাম-২০২৪ এর মাংস বিতরণ কার্যক্রম পরিচালনায় সংস্থার স্বচ্ছতা ও দায়বদ্ধতা নিশ্চিত করনের উদ্দেশ্যে সৈয়দপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার (ভূমি) মহোদয়দ্বয়কে কোরবানি প্রোগ্রাম-২০২৪ এর দিন, তারিখ, সময় ও স্থান উল্লেখ করে মাংস বিতরণ কার্যক্রমের ৫দিন পূর্বে লিখিতভাবে আমন্ত্রন জানানো হয়েছে। যার মূল প্রাপ্তি-স্বাক্ষর সম্বলিত নথি প্রান্তিক উন্নয়ন সোসাইটি এর সৈয়দপুর শাখা অফিসে সংরক্ষিত আছে।
বাংলাদেশের উন্নয়নে সকল সংবাদ মাধ্যম বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করার মাধ্যমে একদিকে যেমন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, উন্নয়ন সহযোগী ও উন্নয়ন সংগঠনগুলোর জবাবদিহিতা ও দায়বদ্ধতা নিশ্চিত করে অন্যদিকে ভালো কাজের প্রচার ও প্রশংসা করে জনগনের আস্থা অর্জন করে ব্যাপক জনপ্রিয়তা পাচ্ছে। কিন্তু দৈনিক গণকন্ঠ পত্রিকার নাম ব্যবহার করে এই ধরণের ভূল সংবাদ পরিবেশন করা সত্যি দুঃখজনক।
আমরা প্রান্তিক উন্নয়ন সোসাইটির পক্ষ থেকে এই ধরণের ভিত্তিহীন সংবাদ পরিবেশন থেকে বিরত থাকাসহ, প্রকাশিত সংবাদগুলো নির্দিষ্ট নিউজ পোর্টাল ও সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে সরিয়ে নেওয়ার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি।
তথ্য জানিয়েছেন আফম রেজাউল করিম (মিজান)
প্রতিষ্ঠাতা সভাপতি ও নির্বাহী পরিচালক।(প্রান্তিক)
সম্পাদকীয় ও বাণিজিক কার্যালয়: ব্লক: ই, সেক্টর: ১৫, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০
নিউজ রুম মোবাইল: +৮৮০ ১৬১৯৮৭৭১৫৭, ইমেইল: news@hotnews24.news
সম্পাদক ইমেইল: editor@hotnews24.news, বিশেষ প্রয়োজনে: hotnewslive24@gmail.com
কপিরাইট ©2006-2024 hotnews24.news