ভুয়া র্যাব সদস্য পরিচয় দিয়ে বিভিন্ন এলাকায় ডাকাতি করতেন এক চক্র। অভিযান চালিয়ে গতকাল বুধবার রাতে এ চক্রের পাঁচ সদস্যকে গ্রেপ্তার করেছে র্যাব। গ্রেপ্তাররা হলেন- ভোলার হামিম ইসলাম (৪৫), গাইবান্ধার জিন্নাহ মিয়া (২৭) ও আশিকুর রহমান (৪২), গাজীপুরের আমিন হোসেন (৩০) এবং দিনাজপুরের রুবেল ইসলাম (৩৩)।
র্যাবের সহকারী পরিচালক আ ন ম ইমরান খান এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, এরা গাজীপুর, টঙ্গী, উত্তরা ও রাজধানীর আশপাশের বিভিন্ন এলাকায় ৩-৪ বছর ধরে র্যাব, পুলিশ, ডিবি, সাংবাদিক ও সরকারি প্রতিষ্ঠানের ভুয়া পরিচয় দিয়ে ডাকাতি করে আসছিল। তাঁদের কাছ থেকে মাইক্রোবাস, র্যাব লেখা জ্যাকেট, হাতকড়াসহ অন্যান্য সরঞ্জাম ও ১৯ লাখ ৪৫ হাজার টাকা লুট হওয়া অর্থ উদ্ধার করা হয়েছে।
তিনি জানান, গত ৬ ই জুন এই ডাকাত চক্র ভুয়া র্যাব পরিচয় দিয়ে ডাকাতি করে গাজীপুরের শ্রীপুরে ‘সেলভো কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ’ কারখানার তিনজন কর্মকর্তাকে অপহরণ ও ১৯ লাখ ৪৫ হাজার টাকা লুট করে। ওই ঘটনায় কারখানা কর্তৃপক্ষ শ্রীপুর থানায় একটি মামলা করেছিল। গ্রেপ্তার হামিমই ছিল এই ডাকাত দলের প্রধান।
আইন-শৃঙ্খলা বাহিনীর ভুয়া পোশাক পরে এভাবে ডাকাতি করা অত্যন্ত ঘৃণ্য ও দণ্ডনীয় অপরাধ। ঘটনার তদন্ত চলছে এবং আরও যারা জড়িত রয়েছেন তাদেরকে শীঘ্রই গ্রেপ্তার করা হবে বলে জানিয়েছেন র্যাব কর্মকর্তারা।