সোহাগ হাওলাদার, সাভার,ঢাকা
সাভারের অভিযান চালিয়ে ইয়াবা ও হেরোইন সহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ(ডিবি)। এ সময় তাদের নিকট হতে ৫০০ পিছ ইয়াবা ও ২০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।
বৃহস্পতিবার (২৩ মে) প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ(ডিবি) পুলিশের অফিসার ইনচার্জ(ওসি)রিয়াজ উদ্দিন আহাম্মেদ (বিপ্লব)।
এর আগে বুধবার (২২ মে) বিকেলে সাভারের তেঁতুলঝোড়া এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়।
আটককৃতরা হলো- ঢাকা জেলার সাভার থানাধীন ভরারী জামুর গ্রামের গোলাম মোস্তফার ছেলে
জাহাঙ্গীর আলম (৫২) ও মানিকগঞ্জ জেলা সদর থানার বাঘিয়া গ্রামের মৃত তারা মোল্লার ছেলে মোঃ কাউসার মোল্লা(২৮)
ডিবি জানায়, গতকাল বুধবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে সাভার থানাধীন তেঁতুলঝোড়া এলাকায় অভিযান পরিচালনা করে ইয়াবা ও হেরোইন সহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের নিকট হতে ৫০০ পিছ ইয়াবা ও ২০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, তারা দীর্ঘদিন যাবৎ ঢাকার সাভার, ধামরাই, আশুলিয়াসহ নিকটবর্তী বিভিন্ন এলাকায় ডিলার ও খুচরা মাদক বিক্রেতাদের নিকট বিক্রয় করে আসছিলো।
এ বিষয়ে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা(ডিবি)পুলিশের অফিসার ইনচার্জ মো,রিয়াজ উদ্দিন আহাম্মেদ (বিপ্লব) বলেন মাদক ব্যাবসায়ীর বিরুদ্ধে সাভার থানায় একটি মাদক মামলা রুজু করা হয়েছে,সেই সাথে তাকে আদালতে প্ররন করা হয়েছে