মোঃ সারোয়ার হোসেন অপু,বিশেষ প্রতিনিধি,
নওগাঁর মহাদেবপুরের রাইগাঁ উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেণির এক ছাত্রীকে নিয়ে উধাও হয়েছে ওই বিদ্যালয়ের পরিচ্ছন্নতা কর্মী মো. রাব্বি হোসেন। গত মঙ্গলবার এ ঘটনা ঘটেছে বলে জানান স্থানীয় একাধিক সূত্র। এ ঘটনায় ওই পরিচ্ছন্নতা কর্মীর বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আরিফুজ্জামান।
ছাত্রীকে নিয়ে উধাও হওয়া পরিচ্ছন্নতা কর্মী রাব্বি হোসেন উপজেলার রাইগাঁ (কানচকুড়ি) গ্রামের বাসিন্দা এবং ওই বিদ্যালয়ের সাবেক নৈশপ্রহরী আতোয়ার রহমানের ছেলে।
নাম প্রকাশে অনিচ্ছুক ওই প্রতিষ্ঠানের একাধিক শিক্ষক-কর্মচারী জানায়, গত ২০২১ খ্রিষ্টাব্দে ওই বিদ্যালয়ের পরিচ্ছন্নতা কর্মী পদে নিয়োগ নেন রাব্বি হোসেন। নিয়োগ নেয়ার পর থেকেই তার নজর পরে ওই ছাত্রীর দিকে। বিদ্যালয়ে থাকার সময় একপর্যায়ে সে ওই ছাত্রীকে প্রেমের ফাঁদে ফেলে। অবশেষে গত মঙ্গলবার ওই ছাত্রীকে নিয়ে পালিয়ে যায়। এর কয়েক দিন আগে ওই বিদ্যালয়ের গণিত বিষয়ের শিক্ষক মোস্তাফিজুর রহমানকে ছাত্রীকে যৌন হয়রানি করার অভিযোগ প্রাথমিকভাবে সত্য প্রমাণিত হওয়ায় সাময়িক বরখাস্ত করেছেন বিদ্যালয়ের সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুজ্জামান। এসব ঘটনায় বিদ্যালয়ে অধ্যয়নরত ছাত্রীদের মাঝে একপ্রকার অস্বস্তি বিরাজ করছে। এতে বিদ্যালয়ের ছাত্রীরা বিদ্যালয় থেকে মুখ ফিরিয়ে নেয়ার আশঙ্কা করছেন স্থানীয় শিক্ষানুরাগীরা।
এ বিষয়ে বিদ্যালয়ের একাধিক অভিভাবক গণ জানান, বিদ্যালয়ে একেক সময় একেক ঘটনা ঘটছে। আমরা খুব র্দূচিন্তার মধ্যে রয়েছি। শিক্ষার্থীদের বিদ্যালয়ে পাঠানোর সাহস পাইতেছি না।
এবিষয়ে জানতে পরিচ্ছন্নতা কর্মী রাব্বি হোসেনের মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করা হলে তার মুঠোফোন টি বন্ধ পাওয়ায় তার কোনো বক্তব্য পাওয়া সম্ভব হয়নি।
এব্যাপারে জানতে প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক মো. নজরুল ইসলামের বলেন, গত মঙ্গলবার এই ঘটনাটি ঘটেছে বলে জানতে পেরেছি। এরপর আমি প্রতিষ্ঠানের সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা স্যারকে অবহিত করেছি। আজ এ ব্যাপারে মিটিং করে ওই পরিচ্ছন্নতা কর্মীর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
এবিষয়ে প্রতিষ্ঠানের সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুজ্জামান বলেন, ঘটনাটি আমাকে প্রধান শিক্ষক জানিয়েছেন। এ ঘটনায় তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।