মোঃ সামিরুজ্জামান, বিশেষ প্রতিনিধি
আজ শনিবার (২১ ডিসেম্বর) ভোলার ধনিয়া ইউনিয়ন পরিষদের হলরুমে অনুষ্ঠিত হয়েছে “কমিউনিটি এডুকেশন ওয়াচ কমিটি”—এর কাজের অগ্রগতি শেয়ারিং এবং সংশোধিত পরিকল্পনা প্রণয়নের জন্য পাবলিক হিয়ারিং ২০২৪। এ সভার আয়োজন করা হয় গণস্বাক্ষরতা অভিযানের সহযোগিতায় এবং গ্রামীণ জন উন্নয়ন সংস্থা (জিজেইউএস)—এর বাস্তবায়নে। অনুষ্ঠানের আয়োজন করে ধনিয়া ইউনিয়ন পরিষদ ও স্থানীয় কমিউনিটি এডুকেশন ওয়াচ কমিটি।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলা সদরের সহকারী কমিশনার (ভূমি) ও ধনিয়া ইউনিয়ন পরিষদের প্রশাসক আহসান হাফিজ। সভায় সভাপতিত্ব করেন ধনিয়া ইউনিয়ন ওয়াচ কমিটির সভাপতি এম এ জলিল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী উপজেলা শিক্ষা অফিসার মো. আবু তাহের এবং জিজেইউএস—এর উপপরিচালক গোপাল চন্দ্র শীল। অনুষ্ঠান সঞ্চালনা করেন জিজেইউএস—এর সিনিয়র প্রিন্সিপাল অফিসার আলমগীর হোসেন। এছাড়া প্রোগ্রাম অফিসার ইসমাইল জবিউল্লাহসহ অন্যান্য কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।
পাবলিক হিয়ারিং ২০২৪—এ উপস্থিত ইউনিয়ন ওয়াচ কমিটির সদস্য, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও যুব ফোরাম এর সদস্য বৃন্দ তাদের মতামত ও সুপারিশ উপস্থাপন করেন, যা পরবর্তী সময়ে সংশোধিত পরিকল্পনায় অন্তর্ভুক্ত করা হবে। বক্তারা শিক্ষার মানোন্নয়নে এ ধরনের উদ্যোগকে আরও বিস্তৃত পরিসরে বাস্তবায়নের আহ্বান জানান।