আমাদের সমাজে কাউকে তাচ্ছিল্য করতে যেই শব্দটা ব্যবহৃত হয় সেটি হলো কচু!! তাচ্ছিলের বিষয় হলেও কচু একটি সবজি! আমাদের দেশে এর কদর ও রয়েছে বেশ।।
সমাজে কচু শব্দটিকে তাচ্ছিল্যের উদহরণ হিসেবে ব্যবহার করা হলেও সেই কচু চাষ করে লক্ষ লক্ষ টাকা উপার্জন করছেন বরিশালের বাবুগঞ্জ উপজেলার এক চাষী!
হাইব্রীড জাতের কচু চাষ করে এর মধ্যেই ঘুরিয়েছেন নিজের ভাগ্যের চাকা!! বর্তমানে শুধু কচুর লতি বিক্রি করেই আয় করছেন লাখ টাকার উপরে!!
কৃষক সুমন মিয়া জানান, কিছুদিন পুর্বে ভ্রমনের উদ্দ্যেশ্যে নিজ মেয়ে জামাই বাড়ি যশোরে গিয়ে এই কচু দেখতে পান! পরবর্তীতে বরিশালে পৌছে উপজেলা কৃষি কর্মকর্তাদের সাথে আলোচনা করে শুরু করেন পানি কচুর চাষ!
তার দাবী জমিতে ধান চাষের চেয়েও বেশী লাভবান এই কচুর চাষ, পাশাপাশি খরচ ও অনেক কম,
সুমন মিয়ার দাবী চাষ করা প্রতিটি কচুর বয়সকাল আনুমানিক ৩ বছর! এর মধ্যে শুধুমাত্র সঠিক পরিচর্যা আর নিয়মিত যত্ন নিলেই শুধু কচু চাষ করে আয় করা সম্ভব লক্ষ টাকা, এজন্য প্রয়োজন সৎ সাহস ও ধৃঢ় মনোবল