তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি:
তাওহীদ ইসলাম দাবা একাডেমী মৌলভীবাজারের আয়োজনে আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্টানের আয়োজন করা হয়। রোববার (১৯শে জানুয়ারি) রাত ৮টায়
একাডেমীর মৌলভীবাজার শহরস্থ আঁখি প্লাজার (৩য় তলা) এম. সাইফুর রহমান রোডে তাওহীদ ইসলাম দাবা একাডেমীর
প্রতিষ্ঠাতা পরিচালক তাওহীদ ইসলামের সভাপতিত্বে বিলাল আহমেদের সঞ্চালনায় সভা অনুষ্টিত হয়।
সংবর্ধিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সভাপতি মৌলভীবাজার জেলা এসোসিয়েশন টরেন্টো, কানাডা বিশিষ্ট ক্রীড়া ব্যক্তিত্ব ও সাবেক দাবারু লায়েকুল হক চৌধুরী। অনুষ্টানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ক্রীড়া লেখক সমিতির সভাপতি এডভোকেট মোস্তাক আহমেদ মম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউএস প্রবাসী বিশিষ্ট দাবারু আব্দুল আউয়াল চৌধুরী তারেক, তাওহীদ ইসলাম দাবা একাডেমীর উপদেষ্টা মন্ডলীর সদস্য মো:রশিক মিয়া, তাওহীদ ইসলাম দাবা একাডেমীর সদস্য মহসিন আলী, মোস্তফা মনোয়ার শিপন, ফেরদৌস হাসান চৌধুরী, শাহিদ আহমেদ, দুরুদ আহমদ, ইয়ারুফ মিয়া, ফরহাদ আহমেদ, নজরুল ইসলাম মুজিব সহ সাংবাদিক প্রমুখ।