ভোলা প্রতিনিধি
ভোলা সদর উপজেলার শিবপুর ইউনিয়নের মেঘনা নদীর প্রায় ৩ কিলোমিটার এলাকায় ভাঙন দেখা দিয়েছে। ভাঙ্গন রোধে স্থায়ী বাঁধ নির্মাণ এর দাবীতে এলাকাবাসী মানববন্ধন করেছেন।
আজ সকালে শিবপুর ইউনিয়নের সর্বস্তরের জনগনের ব্যানের এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে এলাকাবাসীর পক্ষে বক্তব্য রাখেন,শিবপুর ইউনিয়ন বিএনপির সভাপতি এ কে এম নুর হাওলাদার, ইসলামী আন্দোলন বাংলাদেশ শিবপুর ইউনিয়ন জয়েন্ট সেক্রেটারি আবু জাফর, মানববন্ধন বাস্তবায়নের অন্যতম সদস্য মো.আল আমিন, মো. সেলিম, মো. ইব্রাহিম, মো. যুবরাজসহ আরও অনেকে।