মো: সামিরুজ্জামান, বিশেষ প্রতিনিধ
ভোলায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ছয় দিনব্যাপী গণসংযোগ কর্মসূচির অংশ হিসেবে শুক্রবার (১০ জানুয়ারি) সকাল থেকে জনসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচি পালন করেন সংগঠনের অন্যতম সমন্বয়কারী সারজিস আলম। শহরের বাংলাস্কুল মোড়, কে জাহান মার্কেট এবং চকবাজারসহ বিভিন্ন জনবহুল স্থানে তিনি সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন এবং তাদের মাঝে জুলাই অন্দলরের ঘোষণা পত্র বিতরণ করে এর লক্ষ্য ও উদ্দেশ্য তুলে ধরেন।
এরপর সদর উপজেলার ইলিশ চত্বরে আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সারজিস আলম। বক্তব্যে তিনি আগামীর বাংলাদেশকে বৈষম্যহীন ও সমতার ভিত্তিতে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন। তিনি বলেন, আগামীর বাংলাদেশে সবার যৌক্তিক দাবি মেনে নেওয়া হবে। তবে এর জন্য জনগণকে নিজেদের অবস্থান থেকে সাহসিকতার সঙ্গে সত্যের পক্ষে কথা বলতে হবে এবং অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। তিনি আরও বলেন, জনগণ ঐক্যবদ্ধ থাকলে কোনো অপশক্তি তাদের অধিকার কেড়ে নিতে পারবে না। তিনি সবাইকে বৈষম্যহীন বাংলাদেশ গড়ার লড়াইয়ে যুক্ত হওয়ার আহ্বান জানান।
সমাবেশে সারজিস আলম ভোলাবাসীর ন্যায্য দাবির পক্ষে আন্দোলন চালিয়ে যাওয়ার অঙ্গীকার করেন এবং জনগণকে আশ্বস্ত করেন যে, তাদের পাশে থেকে তাদের অধিকার আদায়ে সংগ্রাম অব্যাহত রাখা হবে।
গণসংযোগ কর্মসূচির আগে সারজিস আলম জুলাই আন্দলনে শহীদ জসিমের বাড়ি পরিদর্শন করেন এবং তাঁর পরিবারের সঙ্গে সাক্ষাৎ করে তাদের প্রতি সমবেদনা জানান।
এই কর্মসূচিতে সারজিস আলমের সঙ্গে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নাগরিক কমিটির মুখপাত্র শামন্তা শারমিন এবং ভোলার বিভিন্ন এলাকার সমন্বয়কারীরা। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এই প্রচেষ্টা ভোলার মানুষের মাঝে নতুন উদ্দীপনা সৃষ্টি করেছে এবং তাদের ন্যায্য অধিকারের দাবিতে আন্দোলনকে আরও বেগবান করার আশা জাগিয়েছে।