ভোলা প্রতিনিধিঃ
” বাংলাদেশ কে বদলাই, বিশ্বকে বদলাই”
এই প্রতিপাদ্য কে সামনে রেখে ভোলার বোরহানউদ্দিন উপজেলার গংগাপুর ইউনিয়নে নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে ৩০ ডিসেম্বর ২০২৪ থেকে ১৯ ফেব্রুয়ারি ২০২৫ পর্যন্ত তারুণ্যের উৎসব -২০২৫ উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার বেলা ১২ টায় বোরহানউদ্দিন উপজেলার ১ নং গংগাপুর ইউনিয়ন পরিষদ হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।
গংগাপুর ইউনিয়ন পরিষদ সচিব মোঃ রমজান আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বোরহানউদ্দিন উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা পরিষদ প্রশাসক মোঃ রায়হান – উজ্জামান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গংগাপুর ইউনিয়ন বিএনপি সভাপতি নেজামল হক হাওলাদার, সিনিয়র সহ-সভাপতি আবুল কাশেম,
সাধারণ সম্পাদক মাইন উদ্দিন কাজি, যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন মিয়া, গংগাপুর ইউনিয়ন যুবদল সদস্য সচিব বজলু আখন, গংগাপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি আবুল কালাম মুন্সি, ইউনিয়ন ছাত্রদল সভাপতি বাকিবুল্লাহ মৃধা, সাধারণ সম্পাদক আমজাদ হোসেন সুজন, জামায়াত সভাপতি আঃ গনি, জয়া ৬ নং ওয়ার্ড জামায়াত সভাপতি আবুল হাশেম বকুল, সাংবাদিক মহিউদ্দিন আজিম, ছাত্র প্রতিনিধি সহ আরও অনেকে।
এ-সময় প্রধান অতিথি গংগাপুর ইউনিয়নের বিভিন্ন মাদ্রাসায় অসহায় দের মাঝে কম্বল বিতরণ করেন।