নলছিটি প্রতিনিধি অরবিন্দ পোদ্দার
ঝালকাঠির নলছিটি উপজেলার সুবিদপুর ইউনিয়নের পশ্চিম সুবিদপুর গ্রামে ভয়াবহ অগ্নিকাণ্ডে একটি বসতঘর পড়ে ছাই হয়ে গেছে।
৩১ ডিসেম্বর মঙ্গলবার সকাল ৬টার দিকে সুবিদপুর গ্রামের মোঃ আইয়ুব আলী হাওলাদার (৭০) এর বসতঘরে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে এ আগুনের ঘটনা ঘটে।
বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হলেও ঘরে থাকা গ্যাস সিলিন্ডারটি বিস্ফোরিত হলে আগুনের পরিমান দ্বিগুণ হয়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের টিম ঘটনাস্থলের কাছাকাছি গেলেও গ্রামের রাস্তা সরু থাকায় তারা ঢুকতে না পেরে ফিরে এসেছে। স্থানীয়রা সবাই মিলে আগুন নিয়ন্ত্রণে আনতে আনতেই সবকিছু পুরে ছাই হয়ে যায়।
আগুনে ক্ষয়ক্ষতির পরিমান জানতে চাইলে সোহাগ হাওলাদার বলেন আমাদের ঘরে নগদ প্রায় ৩ লাখ টাকা ও ৬ ভরি স্বর্ন, ৫০-৬০ মন চাউল ছিলো যা পুড়ে গেছে।
আইয়ুব আলী হাওলাদার এর স্ত্রী জাহানারা বেগম (৬০) জানান আমার কাঠের ঘরের ভিতরে দুই ছেলের বউ নাতনিদের নিয়ে শান্তিতে বসত করতাম। আজকে সকালে আমার স্বপ্ন পুরে ছাই হয়ে গেছে। তিনি কান্না জড়িত কন্ঠে বলেন আমার সোনমনি নাতি-নাতনিদের নিয়ে কোথায় থাকবো। ছোটো মেয়ের বিয়ের জন্য জমানো টাকাও সব পুড়ে শেষ হয়ে গেছে।
নলছিটি থানার ইন্সপেক্টর তদন্ত আশ্রাব হোসেন জানান অগ্নিকাণ্ডের খবর পেয়েই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।