তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি:
দেশে বৈধ চ্যানেলে সর্বোচ্চ রেমিট্যান্স পাঠিয়ে দেশের অর্থনীতিতে অসামান্য অবদান রাখার স্বীকৃতিস্বরূপ বাংলাদেশ সরকার থেকে কমার্শিয়াল ইম্পর্ট্যান্ট পার্সন (বাণিজ্যিক গুরুত্বপূর্ণ ব্যক্তি) সিআইপি নির্বাচিত হয়ে সম্মাননা পেলেন মধ্যে প্রচ্যের দেশ আরব আমিরাতে স্বনামধন্য ব্যবসায়ী শেখ কামাল আহমেদ।
গত বুধবার (২০শে ডিসেম্বর) ‘আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস-২৪’ উপলক্ষে রাজধানীর ঢাকায় ওসমানী স্মৃতি মিলনায়তনে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় আয়োজিত এক অনুষ্ঠানে সর্বোচ্চ রেমিট্যান্স প্রেরণ ক্যাটাগরিতে বাণিজ্যিক গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে শেখ কামাল আহমেদের হাতে সিআইপি (এনআরবি) ’২৪ পুরস্কারে পদক প্রদান করেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুল।
সিআইপি সম্মাননায় ভূষিত শেখ কামাল আহমদ প্রতিক্রিয়ায় বলেন, বিদেশের মাটিতে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করার পাশাপাশি সবাইকে দেশের প্রতি ভালোবাসা রেখে উন্নত-সমৃদ্ধশালী বাংলাদেশ বিনির্মাণে ব্যাপকভাবে রেমিট্যান্স পাঠানোর আহ্বান জানান।
প্রথম বারের মতো সিআইপি নির্বাচিত হওয়া প্রসঙ্গে তিনি বলেন, বুদ্ধি, সাহস, মনোবল, সততা, অদম্য ইচ্ছা আর কঠোর পরিশ্রম করতে পারলেই জীবনের লক্ষ্য উদ্দেশ্যে অসাধ্যকে সাধন করে সাফল্য অর্জন করা সম্ভব। সিআইপি সম্মাননা প্রাপ্ত শেখ কামাল আহমেদ মৌলভীবাজারের রাজনগর উপজেলার বালি সহস্র গ্রামের বাসিন্দা শেখ আশ্বাদ মিয়ার ছেলে।