মো: সামিরুজ্জামান, বিশেষ প্রতিনিধ
আজ, রবিবার (২৯ ডিসেম্বর), “Strengthening Resilience of Livestock Farmers through Risk Reducing Services” শীর্ষক প্রকল্পের IRMP-অবহিতকরণ কর্মশালা ভোলার গ্রামীণ জন উন্নয়ন সংস্থা (জিজেইউএস)-এর হলরুমে অনুষ্ঠিত হয়েছে। পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এবং জাপানি সহযোগী সংস্থা জাইকার সহায়তায় জিজেইউএস এই কর্মশালার আয়োজন করে।
জিজেইউএস-এর নির্বাহী পরিচালক জাকির হোসেন মহিনের সভাপতিত্বে আয়োজিত এই কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিকেএসএফ-এর উপ-ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ হাসান খালেদ। এছাড়াও জাইকা প্রকল্প টিমের এমআইএস কো-অর্ডিনেটর বিল্লাল হোসেন বিশেষ অতিথি হিসেবে কর্মশালায় অংশগ্রহণ করেন। কর্মশালার সঞ্চালনা করেন জিজেইউএস-এর উপ-পরিচালক ডা. খলিলুর রহমান।
কর্মশালায় জিজেইউএস-এর সকল পরিচালক , অতিরিক্ত পরিচালক, উপ-পরিচালক, সহযোগী পরিচালক, এলাকা ব্যবস্থাপক সহ সংস্থার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা অংশ নেন।