মো: সামিরুজ্জামান, বিশেষ প্রতিনিধ
ভোলায় ‘বিউটিফিকেশন’ প্রশিক্ষণ সমাপনী ও টুলস বিতরণ সম্পন্ন হয়েছে। গ্রামীণ জনউন্নয়ন সংস্থার (জিজেইউএস) উদ্যোগে এবং পল্লীকর্ম সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)-এর পিপিইপিপি ইইউ প্রকল্পের আওতায় ‘বিউটিফিকেশন’ প্রশিক্ষণের সমাপনী ও সনদপত্র বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১২ ডিসেম্বর ২০২৪) সংস্থার হলরুমে আয়োজিত এ অনুষ্ঠানে প্রকল্পভুক্ত পরিবারের সদস্যদের মধ্য থেকে ২০ জন নারী উদ্যোক্তা অংশগ্রহণ করেন। মাসব্যাপী এই প্রশিক্ষণটি জন উন্নয়ন টেকনিক্যাল ট্রেনিং ইনস্টিটিউট (জেইউটিটিআই)-এর তত্ত্বাবধানে পরিচালিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলা জেলার সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ জিয়াউল হক। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন গ্রামীণ জনউন্নয়ন সংস্থার (জিজেইউএস) পরিচালক (লিগাল, অ্যাডভোকেসি ও ট্রেনিং) অ্যাডভোকেট বিথী ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের এসেসর ফারহানা ইয়াসমিন বিপাশা এবং জিজেইউএস-এর পরিচালক (অর্থ ও হিসাব) মো. মোস্তফা কামাল। অনুষ্ঠানটি পরিচালনা করেন জন উন্নয়ন টেকনিক্যাল ট্রেনিং ইনস্টিটিউটের প্রশিক্ষক মোসাঃ ববিতা আক্তার।
প্রশিক্ষণার্থীদের মধ্যে তাদের অভিজ্ঞতা তুলে ধরেন সুমাইয়া আক্তার। তার অভিজ্ঞতা বিনিময়ের সময় এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।
এই প্রশিক্ষণে অংশগ্রহণকারীদের আধুনিক সৌন্দর্যসেবা বিষয়ক বিভিন্ন দক্ষতা প্রদান করা হয়। এর মধ্যে স্কিন কেয়ার, পার্টি ও ব্রাইডাল মেকআপ, হেয়ার স্টাইলিং, পেডিকিউর, ম্যানিকিউর, হেয়ার কালারিং ও হেয়ার ট্রিটমেন্ট প্রশিক্ষণ অন্তর্ভুক্ত ছিল। পাশাপাশি পার্লার ব্যবস্থাপনা, স্বাস্থ্য ও হাইজিন, গ্রুমিং, কেস স্টাডি এবং আয়ুর্বেদ রূপচর্চার ওপরও বিশেষ গুরুত্ব দেওয়া হয়।
প্রশিক্ষণে গ্রামীণ জনউন্নয়ন সংস্থা (জিজেইউএস), কোডেক, আরআরএফ, নবলোক এবং পরিবার উন্নয়ন সংস্থার ২০ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করেন। এই প্রশিক্ষণ নারীদের আত্মকর্মসংস্থান এবং অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হওয়ার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে