তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে লোকালয়ের বসতঘর থেকে একটি প্রাপ্তবয়স্ক বানর উদ্ধার করা হয়েছে। বানরটি কয়েক মাস ধরে মানুষের বাসাবাড়িতে ঢুকে ক্ষতিসাধন করত। এ বানরটি নিয়ে এলাকায় মানুষ আতঙ্কে ছিলেন।
মঙ্গলবার দুপুরের দিকে উপজেলার রামনগরের মণিপুরিপাড়া এলাকা থেকে বন বিভাগ ও বন্য প্রাণী সেবা ফাউন্ডেশনের যৌথ অভিযান পরিচালনা করে লোকজন বানরটিকে উদ্ধারের পর রিজার্ভ ফরেস্টের লাউয়াছড়া রেসকিউ সেন্টারে নিয়ে যান।
রামনগর এলাকার বাসিন্দা বর্ণা রানি দেব বলেন, ‘প্রায় দু–তিন মাস বানরটি এলাকায় ঘুরাফেরা করছে। প্রায়ই মানুষের ঘরবাড়িতে ঢুকে যায়। মানুষের ঘরের জিনিসপত্র ক্ষতি করে। আমাদের এলাকায় অনেক শিশু আছে। আমরা এই বানরটিকে নিয়ে অনেক আতঙ্কে থাকতাম। আজ সকালে আমাদের বাড়িতে বানরটি ঢুকে গেলে আমরা ঘরের সব দরজা বন্ধ করে বন বিভাগে খবর দেই। পরে বন বিভাগ ও বন্য প্রাণী সেবা ফাউন্ডেশনের লোকজন এসে এটি ধরে নিয়ে গেছেন।’
বন্য প্রাণী ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের রেঞ্জ কর্মকর্তা শহিদুল ইসলাম বলেন, ‘এই বানরটির বিষয়ে জানার পর আমাদের লোকজন সেখানে যান। বানরটি প্রাপ্তবয়স্ক হওয়ায় এটিকে কৌশল করে খাঁচায় খাবার দিয়ে কষ্টের বিনিময়ে ধরতে হয়েছে। বানরটি সুস্থ অবস্থায় রয়েছে। আমরা বানরটিকে লাউয়াছড়া বনে অবমুক্ত করে দেব।’
বাংলাদেশ বন্য প্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক সজল দেব বলেন, বানররা দল বেঁধে থাকে, এটি একটি দলছুট বানর। খাবারের সন্ধানে বন ছেড়ে লোকালয়ে এসে অনেক দিন ধরেই রয়েছে বলে ধারণা হচ্ছে।