ঋণের চাপে আত্মগোপনে থাকা নবদম্পতি কুলাউড়ায় ফিরলেন

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি

মৌলভীবাজারের কুলাউড়ায় নবদম্পতি ব্যবসায়ী সালাম আহমদ (২৩) ও তার স্ত্রী ফারজানা আক্তার (১৯) ছয় দিন ধরে আত্মগোপনে ছিলেন। বিভিন্ন সূত্রের ভিত্তিতে স্বজনেরা গতকাল বৃহস্পতিবার সকালে চট্টগ্রামের বাঁশখালী উপজেলার মিয়ারবাজার এলাকায় তাদের সন্ধান পান।

এ দম্পতি নিখোঁজের বিষয়ে সম্প্রতি তাদের স্বজনদের পক্ষ থেকে মৌলভীবাজারের কুলাউড়া থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছিল।

এ দম্পতির বাড়ি কুলাউড়া উপজেলার কাদিপুর ইউনিয়নের পশ্চিম মনসুর এলাকায়। পৌর শহরের দক্ষিণ বাজার এলাকায় সালামের পান বিক্রির পাইকারি দোকান রয়েছে। প্রায় সাড়ে চার মাস আগে ফারজানার সঙ্গে তাঁর বিয়ে হয়।

সালামের বড় ভাই আলী আহমদ বৃহস্পতিবার বিকেলে বলেন, সালাম ব্যবসার জন্য স্থানীয় কিছু ব্যক্তির কাছ থেকে চড়া সুদে ঋণ বিভিন্ন অঙ্কের টাকা ধার নেন। বিষয়টি সালাম পরিবারের অন্য সদস্যদের জানাননি। সম্প্রতি পাওনাদারেরা টাকার জন্য তাকে চাপ দিতে থাকেন। এতে বাধ্য হয়ে সালাম স্ত্রীকে নিয়ে কুষ্টিয়ায় পরিচিত এক ব্যবসায়ীর বাড়িতে বেড়াতে যাওয়ার কথা বলে আত্মগোপনে চলে যান। সালাম কৌশলে নিজের দোকানের কর্মচারীর কাছ থেকে বিকাশে ৩০ হাজার টাকা নেন। চট্টগ্রামের বাঁশখালীতে প্রথমে একটি আবাসিক হোটেলে ভাড়া থাকেন তারা। পরে সেখানে একটি বাসা ভাড়া নেন।

আলী আহমদ আরও বলেন, পুলিশ তথ্য প্রযুক্তির সহায়তায় সালামের অবস্থান চট্টগ্রাম বলে জানা যায়। এরপর কুলাউড়ার পরিচিত কয়েকজনের সহযোগিতায় বিভিন্ন তথ্যের ভিত্তিতে অবস্থান সম্পর্কে পুরোপুরি নিশ্চিত হন তারা। বৃহস্পতিবার সকালে বাঁশখালীর মিয়ারবাজার এলাকার একটি বাসায় সালাম ও তার স্ত্রীর সন্ধান মেলে। এ সময় দু’জনই মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন। একপর্যায়ে সালাম আত্মগোপনের ঘটনাটি তাদের জানান। সালাম ও তার স্ত্রীকে উদ্ধারের বিষয়টি পুলিশকে জানানো হয়েছে। তারা মাইক্রোবাসে করে চট্টগ্রাম থেকে কুলাউড়ায় ফিরছেন।

পুলিশ সূত্রের বরাতে জানায়, ব্যবসায়ী সালাম ও তার স্ত্রী ফারজানার নিখোঁজের ঘটনায় আলী আহমদ ২৭শে অক্টোবর জিডি করেন। জিডিতে উল্লেখ করা হয়, ২৫শে অক্টোবর কুষ্টিয়ার ভেড়ামারায় পরিচিত এক ব্যবসায়ীর বাড়িতে বেড়াতে যাওয়ার কথা বলে সালাম স্ত্রী ফারজানাকে নিয়ে রওনা দেন। এর পরদিন (২৬ অক্টোবর) দুপুরের দিকে সালাম অন্য একটি মুঠোফোন থেকে নিজের দোকানের এক কর্মচারীকে ফোন করে বিকাশে ৩০ হাজার টাকা পাঠাতে বলেন। পরে কর্মচারী ওই ফোন নম্বরে টাকা পাঠান। এর পর থেকে সালামের ব্যক্তিগত ফোন বন্ধ পাওয়া যায়। বিকাশে টাকা পাঠানোর নম্বরটিও বন্ধ পাওয়া যায়। এতে সন্দেহ হওয়ায় ভেড়ামারার ব্যবসায়ীর সঙ্গে যোগাযোগ করে জানা যায়, সালাম ও তার স্ত্রী সেখানে যাননি।

জিডির তদন্তকারী কর্মকর্তা কুলাউড়া থানার উপপরিদর্শক (এসআই) মো. মোস্তাফিজুর রহমান বলেন, ব্যবসায়ী সালাম ও তার স্ত্রীর সন্ধান মিলেছে বলে স্বজনেরা তাদের জানিয়েছেন। তারা কুলাউড়ায় ফিরেছেন।

সংবাদটি শেয়ার করুনঃ

Facebook
WhatsApp
Telegram
Twitter
LinkedIn
Email
Print

আরও পড়ুনঃ

শেরপুর হাইওয়ে সড়কের ঝোপঝাড় পরিস্কার কার্যক্রম

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি মৌলভীবাজারের শেরপুর

ঐতিহ্যবাহী বর্ষবিদায় ও বর্ষবরণ উৎসব অনুষ্ঠিত

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি মৌলভীবাজারের কমলগঞ্জ

সাতছড়ির রিজার্ভ ফরেস্টে ১৫ জনের সিন্ডিকেটে অবৈধ লেবু চাষ,হুমকির মুখে জীববৈচিত্র‍্য!

মোঃআল আমিন, মাধবপুর(হবিগঞ্জ) প্রতিনিধি হবিগঞ্জের সাতছড়ি

দুই দফায় পানের জুম কেটে সাভার

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি মৌলভীবাজারের কুলাউড়ায়

জমি নিয়ে বিরোধে যুবক’কে কুপিয়ে হত্যা, গ্রেপ্তার-১

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি মৌলভীবাজারের জুড়ী

অবৈধভাবে মনু নদীর তীরে মাটি কাটার দায়ে লাখ টাকা জরিমানা

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি মৌলভীবাজারের কুলাউড়া

চর কুকরি মুকরিতে স্থানীয় পর্যটন উন্নয়নে কর্মশালা অনুষ্ঠিত

মো: সামিরুজ্জামান, বিশেষ প্রতিনিধ ভোলা জেলার চরফ্যাশন

কুকরি মুকরিতে টেকসই জীবিকা ও বৈদেশিক কর্মসংস্থান বিষয়ে কর্মশালা অনুষ্ঠিত

মো: সামিরুজ্জামান, বিশেষ প্রতিনিধ ভোলা জেলার চরফ্যাশন

প্রধান সংবাদ

মায়েদের উৎসাহিত করতে ভোলায় মা সমাবেশ

মোঃ সামিরুজ্জামান, বিশেষ প্রতিনিধি ভোলা সদর উপজেলার

ভোলায় প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য বিশেষায়িত প্রশিক্ষণের সমাপনি

মোঃ সামিরুজ্জামান, বিশেষ প্রতিনিধি ভোলায় প্রতিবন্ধী

কুয়াকাটায় এক ইলিশের দাম উঠলো প্রায় ৭ হাজার টাকা

উপজেলা প্রতিনিধি, কলাপাড়া(পটুয়াখালী) পটুয়াখালীর

উড়ছে বি এন পি নেতার খোলা চিঠি !

মোঃ রাওফুল বরাত বাঁধন ঢালী, লালমনিরহাট কুড়িগ্রাম জেলার

হাসিনার প্রসাশনিক এজেন্টরা ইউনূস সরকারকে সফলে বাঁধা;রিজভী

তিমির বনিক,মৌলভীবাজার বিএনপি’র সিনিয়র যুগ্ম মহাসচিব

জামায়াত ইসলামী বাংলাদেশ এর সমাবেশে মানুষের ঢ়ল

এম,এ,মান্নান, নিয়ামতপুর, নওগাঁ নওগাঁ জেলার নিয়ামতপুর

উপকূলে মাঝারি বৃষ্টিপাত, ০৩ নম্বর সতর্ক সংকেত বহাল

মৌসুমী বায়ুর সক্রিয় প্রভাবে পটুয়াখালীসহ উপকূলীয়

মোঃআল আমিন, মাধবপুর(হবিগঞ্জ) প্রতিনিধি হবিগঞ্জের সাতছড়ি জাতীয় উদ্যানের রিজার্ভ ফরেষ্টের...

সাতছড়ির রিজার্ভ ফরেস্টে ১৫ জনের সিন্ডিকেটে অবৈধ লেবু চাষ,হুমকির মুখে জীববৈচিত্র‍্য!