মো,সোহাগ হাওলাদার,সাভার প্রতিনিধি
বাংলাদেশ যুব অধিকার পরিষদ ঢাকা জেলা উত্তর শাখার ৪১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। সোমবার(২১ অক্টোবর) গাজী রুবেল কে সভাপতি ও আরিফ হোসেন কে সাধারন সম্পাদক এবং রাসেদ কবির কে সাংগঠনিক সম্পাদক করে এক বছর মেয়াদের এ কমিটির অনুমোদন দিয়েছেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি মনজুর মোর্শেদ মামুন ও সাধারণ সম্পাদক নাদিম হাসান।
এ বিষয়ে ঢাকা জেলা উত্তর এর নবনির্বাচিত সভাপতি গাজী রুবেল রানা বলেন তার উপর অর্পিত দায়িত্ব যেন সঠিকভাবে পালন করতে পারে এই জন্য দেশবাসির কাছে দোয়া চেয়েছেন। এ সময় ঢাকা জেলা উত্তর যুব অধিকার পরিষদ এর সকল পর্যায়ের নেতাকর্মীদের সহযোগিতা কামনা করেন তিনি। আগামীতে ঢাকা জেলা উত্তরকে একটি রোল মডেল ইউনিট হিসেবে গড়ে তোলার লক্ষ্যে ছাত্র, যুব, শ্রমিক ও গণঅধিকার পরিষদের সকল নেতাকর্মীকে পাশে চান। সবার সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে একসঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। তিনি আরো বলেন আগামী ১ মাসের মধ্যে বিভিন্ন ইউনিট থেকে সুরু করে ইউনিয়ন এবং ওয়ার্ড পর্যায়ে কমিটি দেয়া এবং শক্তিশালি ইউনিট হিসাবে দেশের জনগননের পাসে যুব অধিকার পরিষদের পাসে থেকে কাজ করতে সকলের সহযোগিতা কামনা করেন।
নবনির্বাচিত সাধারণ সম্পাদক আরিফ আহমেদ বলেন, “আমার উপর অর্পিত এই পবিত্র আমানত আমার শরীরের শেষ রক্ত বিন্দু দিয়ে হলেও যেনো রক্ষা করতে পারি। সৎ ও নিষ্ঠার সাথে কাজ করে যেতে পারি। পদ পদবী মানেই ক্ষমতা নয়, পদ পদবী মানেই চেয়ার পাওয়া নয় বরং পদ পদবী মানে অনেক বড় আমানত, সততা ও ন্যায়-নিষ্ঠার সাথে কাজ করে যাওয়া। তিনি আরও বলেন, “ঢাকা জেলা উত্তর যুব অধিকার পরিষদ সাভার, আশুলিয়া ও ধামরাইয়ের সর্বস্তরের জনগণকে সাথে নিয়ে সুন্দর, সুশৃঙ্খল ও উন্নত বাংলাদেশ গঠনের লক্ষ্যে নিরলসভাবে কাজ করে যাবে।” এছাড়াও তিনি কেন্দ্রীয় কমিটি, নবনির্বাচিত কমিটিসহ দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন।