বিপ্লব ইসলাম,লংগদু,(রাংগামাটি)
বাংলাদেশ জামায়াতে ইসলামী সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ শাহজাহান বলেছেন,দীর্ঘ প্রায় ১৬ বছর বাংলাদেশ এক অবরুদ্ধ জনপদ ছিল। ছাত্র সমাজের ঐতিহাসিক আন্দোলনের ফলশ্রুতিতে বাংলাদেশের অপার সম্ভাবনা কে ধারণ করে ৫ আগস্ট থেকে নতুন যাত্রা শুরু করেছে। আ’লীগ ফ্যাসিবাদী শাসন ব্যবস্থা দেশের সকল অঙ্গনে এক ব্যক্তির ইচ্ছা বাস্তবায়নের হাতিয়ারে পরিণত করেছিল। ছাত্র আন্দোলনের মাধ্যমে যে বাংলাদেশ আমরা পেয়েছি সেই বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতি ও গতিধারা নতুন করে বিনির্মাণ করতে হবে। অন্যথায় ছাত্র সমাজের ঐতিহাসিক ত্যাগ ব্যর্থতায় পর্যবসিত হবে।
বাংলাদেশ জামায়াতে ইসলামী রাংগামাটি জেলার লংগদু উপজেলা শাখা আয়োজিত বিশাল কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।
উপজেলা আমীর মাওলানা মোঃ নাছির উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত রাবেতা মডেল উচ্চ বিদ্যালয়ের মাঠে শুক্রবার (৪ অক্টোবর) সকাল ৯ টায় আয়োজিত কর্মী সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন রাংগামাটি জেলা জামায়াতের আমীর অধ্যাপক আবদুল আলীম ও জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা মুহাম্মদ জাহাঙ্গীর আলম বলেন, ছাত্র জনতার সাহসী ভূমিকার কারণে মহান আল্লাহ আমাদের কে একটি অনুকূল পরিবেশ উপহার দিয়েছেন। আমাদের কে এই সময় কাজে লাগিয়ে মানুষের দ্বারে দ্বারে ইসলামের কথা পৌঁছিয়ে দিতে হবে। সমাজ থেকে সকল ধরনের অন্যায়, অনিয়ম, জুলুম ও নির্যাতন মুলোৎপাটনে ভূমিকা পালন করতে হবে। এই বিজয় কে আল্লাহর দ্বীন কায়েমের কাজে ব্যবহার করার জন্য তারা সকল কর্মীদের প্রতি আহ্বান জানান এবং বাংলাদেশ কে একটি শান্তি ও সমৃদ্ধির জনপদ হিসেবে গড়ে তুলতে সকলের ঐক্যবদ্ধ ভূমিকা কামনা করেন।
এসময় বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন, রাংগামাটি জেলা সহ সাধারন সম্পাদক মনসুরুল হক,জেলা জামায়াতের পৌর আমির মাওলানা আব্দুস সালাম, জেলা ছাত্র শিবিরের সভাপতি জাহিদুল ইসলাম সানি,উপজেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা সিরাজুল ইসলাম সহ জেলা উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।