ডেস্ক রিপোর্ট
মানবাধিকার ও মানুষের বাক স্বাধীনতা নিশ্চিতে বাংলাদেশের তিনটি বিভাগে সাংবাদিক, যুব সংগঠক, বিভিন্ন শ্রেণী ও বৈচিত্র্যময় জনগোষ্ঠীরকে নিয়ে পরিচালিত ওভোক প্রকল্পের ফেজ আউট লার্নিং সামিট অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৫ সেপ্টেম্বর) সকালে ঢাকার ক্রাউন প্লাজার হলরুমে ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের উদ্যোগে এই সামিটের আয়োজন করা হয়েছে।
ওভোক প্রকল্প ম্যানেজার উম্মুল হুসনা শবনম খানমের সঞ্চালনায় সামিটে বক্তব্য রাখেন প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের অপারেশন এন্ড সিস্টেম ডিরেক্টর এএফএম মাইন, কোস্টাল রিজিওন ও ন্যাশনাল প্রোগ্রামের হেড নিলিমা ইয়াসমিন, আর্টিকেল নাইনটিনের সিনিয়র প্রোগ্রাম অফিসার মরিয়ম শেলী।
এসময় আর্টিকেল নাইনটিন, দক্ষিণ এশিয়া কর্তৃক বাস্তবায়িত ওভোক প্রকল্প সংশ্লিষ্ট সাংবাদিক, যুব সংগঠক, বিভিন্ন শ্রেণী ও বৈচিত্র্যময় জনগোষ্ঠীর সদস্যরা নিজেদের মতামত ও সুপারিশ প্রদান করেন।