মো: সামিরুজ্জামান, বিশেষ প্রতিনিধ
পটুয়াখালীর কুয়াকাটায় দীর্ঘ ১৭ বছর পর প্রকাশ্যে অনুষ্ঠিত হচ্ছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলন। বুধবার (২৫ সেপ্টেম্বর) বিকাল ৩টায় কুয়াকাটা পর্যটন ইয়ূথ ইন চত্বরে জামায়াতের কলাপাড়া উপজেলা দক্ষিণ জোনের উদ্যোগে এ সম্মেলন আয়োজন করা হয়েছে।
উল্লেখ্য, এই সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে অংশ নেবেন জেলা জামায়াতের আমির অধ্যাপক মুহম্মদ শাহ আলম, নায়েবে আমির অধ্যক্ষ আব্দুস সালাম খান, অ্যাডভোকেট নাজমুল আহসান, সেক্রেটারি অধ্যাপক এ.বি.এম সাইফুল্লাহ এবং কলাপাড়া উপজেলা জামায়াতের আমির মাওলানা আব্দুল কাইউম।
সম্মেলনকে ঘিরে ইতিমধ্যে বিভিন্ন স্থানে পোস্টারিং ও দাওয়াতি কার্যক্রম চালাচ্ছেন জামায়াত-শিবিরের নেতা-কর্মীরা। এতে কর্মী-সমর্থকদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে। জামায়াতের নেতারা বলছেন, স্থানীয় সাধারণ মানুষও এই সম্মেলনের ব্যাপারে উৎসাহ দেখাচ্ছেন।
এ বিষয়ে কুয়াকাটা পৌর জামায়াতের আমির মাওলানা মাঈনুল ইসলাম মান্নান বলেন, “বিগত সময়ে ফ্যাসিবাদী সরকারের বাধার কারণে আমরা প্রকাশ্যে কোনো ধরনের সভা-সম্মেলন করতে পারিনি। এবার দীর্ঘ সময় পর কুয়াকাটায় প্রকাশ্যে কর্মী সম্মেলন করার সুযোগ পেয়ে আমরা আনন্দিত। সম্মেলনটি সফল হবে বলে আমাদের আশা।”