এম,এ,মান্নান,নিয়ামতপুর
নওগাঁ জেলার নিয়ামতপুর উপজেলার শালবাড়ী তাফসিরুল কোরআন মাহফিল ২০০১ সাল থেকে শুরু হয়ে ২০১৯ সাল পর্যন্ত চলছিল।কিন্তু হটাৎ করে তা বন্ধ হয়ে যায়।
০১-০৯-২০২৪ তারিখ সাধারন মিটিং এ বর্তমান সভাপতি জনাব মোঃ আঃ মতিন কে অদ্যকার সভার সভাপতি জনাব মোঃ মনোয়ার পারভেজ এর অনুমতিক্রমে তাফসির কমিটির সভাপতিকে হিসাব বিবরনী চাইলে বলেন,আমি সভাপতি আমাকে হিসাব দিতে হবে এটাই স্বাভাবিক।কিন্তু হিসাব আছে আমার সম্পাদক জনাব মোঃ ইব্রাহিম খলিলের কাছে।এ কথা বলাতে জনগনের মধ্যে ক্ষোভ সৃষ্টি হয় জনগনের দাবি আপনাকে হিসাব দিতে হবে।অবশেষে সভাপতি সাহেব মুঠোফোনে সম্পাদকের সাথে কথা বলে ২১-০৯-২০২৪ তারিখ নির্ধারন করেন।
২১-০৯-২০২৪ এ পুনরায় সাধারন মিটিং এ হাফেজ জনাব মোঃ মোজাহারুল ইসলাম,পেশ ইমাম,শালবাড়ী জামে মসজিদ সভাপতিত্বে শুরু হয়।তাফসির মাহফিলের সভাপতি সম্পাদক কে হিসাব বুঝানোর কথা বললে তিনি হিসাব বিবরনী শুরু করেন।হিসাবের শুরুতে রেজুলেশন খাতার সাথে নোটিশ খাতার কোন তারিখের মিল পাওয়া যায় নি বলে জানিয়েছেন এলাকার লোকজন।সভাপতি ও সম্পাদকের হিসাবের কোন মিল নেই।জনাব মোঃ আঃ মতিন সাহেব বলেন আমার সম্পাদক রাজনৈতিক প্রভাব খাটিয়ে কোন মানুষকে মানুষ করেন নি।মিটিং এর একজন মোঃ সবুজ বলেন,এ টাকা গরিব,অসহায়,দিনমজুর, ভিক্ষাবৃত্তি, ধনী সবার সহযোগিতায় তাফসিরুল কোরআন মাহফিল পরিচালিত হত।মিটিং এর এ কয়েকজন ক্ষমা করলে ও তারা কি ক্ষমা করবেন?
অবশেষে সভাপতি জনাব মোঃ আঃ মতিন সাহেব মিটিং এর সামনে ক্ষমা চেয়ে নেয়।আমি যা করেছি সবাই আমাকে ক্ষমা করবেন।এর পরপরই জনাব মোঃ ইব্রাহিম খলিল-সম্পাদক,জনাব মোঃ রফিকুল ইসলাম রফিক, সদস্য,-রাজনৈতিক ব্যক্তিত্ব,(বাংলাদেশ আওয়ামী লীগ) সবার কাছে ক্ষমা চায়।সবশেষে সভার সভাপতি সামনে যেন আবারও আমরা আগের মতো সকলের সহযোগিতা নিয়ে তাফসিরুল কোরআন মাহফিল করতে পারি এ আশাবাদ ব্যক্ত করে সভার কাজ শেষ করেন।