মো: সামিরুজ্জামান, বিশেষ প্রতিনিধ
পটুয়াখালীর দুমকি উপজেলায় বাংলাদেশ প্রতিদিনের স্থানীয় প্রতিনিধি দেলোয়ার হোসেনের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা দায়েরের প্রতিবাদে সাংবাদিকদের আয়োজনে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১১টায় দুমকি নতুন বাজারের সামনে অনুষ্ঠিত এ মানববন্ধনে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা অংশগ্রহণ করেন।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, বাউফলের সাবেক উপজেলা চেয়ারম্যান আবদুল মোতালেব হাওলাদারের অবৈধ ইটভাটা নিয়ে বাংলাদেশ প্রতিদিনে দুইটি সংবাদ প্রকাশিত হয়। এই প্রতিবেদনগুলোর পরিপ্রেক্ষিতে, মোতালেব হাওলাদারের স্ত্রী দেলোয়ার হোসেনের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করেছেন বলে দাবি করা হয়।
বক্তারা আরও বলেন, সাংবাদিকদের হয়রানি করার উদ্দেশ্যে এই মামলাটি করা হয়েছে, যা গণমাধ্যমের স্বাধীনতার উপর আঘাত। তারা প্রশাসনের প্রতি আহ্বান জানান, অবিলম্বে এই মিথ্যা মামলা থেকে দেলোয়ার হোসেনকে অব্যাহতি দিতে এবং সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে। অন্যথায় সারাদেশব্যাপী আরও কঠোর আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি দেন তারা।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা সাংবাদিক হয়রানি বন্ধে ঐক্যবদ্ধ থেকে প্রতিবাদ চালিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।