ভোলা প্রতিনিধি
“বহু ভাষায় শিক্ষার প্রসার পারস্পরিক সমঝোতা ও শান্তির জন্য সাক্ষরতা” এ প্রতিপাদ্যকে সামনে রেখে ভোলায় আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস পালিত হয়েছে। ভোলার জেলা প্রশাসনের আয়োজনে এবং জেলা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো ও বে-সরকারী উন্নয়নমূলক সংস্থা দ্বীপ উন্নয়ন সোসাইটি (ডাস) এর সহযোগিতায় রবিবার সকালে এ উপলক্ষে একটি বর্ণাঢ্য র্যালী বের হয়ে শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে। র্যালী শেষে ভোলা জেলা প্রশাসকের হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন ভোলা জেলার জেলা প্রশাসক আরিফুজ্জামান। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি, অতিরিক্ত পুলিশ সুপার, ভোলা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার, সহকারী পরিচালক জেলা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও দ্বীপ উন্নয়ন সোসাইটির কর্মকর্তাসহ বিভিন্ন মিডিয়ার প্রতিনিধিগণ। আলোচনায় বক্তরা বলেন, আজকের এই দিনে আমরা সংকল্প করি যে, ভাষার বৈচিত্রকে সম্মান জানিয়ে প্রতিটি মানুষের জন্য শিক্ষা এবং স্বাক্ষরতার অধিকার নিশ্চিত করি।