উত্তর-পূর্বাঞ্চল, পূর্বাঞ্চল এবং দক্ষিণ-পূর্বাঞ্চল অববাহিকার নদীগুলোতে বন্যা পরিস্থিতি পর্যবেক্ষণের জন্য বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড (BWDB) বিশেষ কন্ট্রোল রুম চালু করেছে।
পানিসম্পদ মন্ত্রণালয়ের অধীনে থাকা বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র এই কন্ট্রোল রুমের মাধ্যমে মাঠ পর্যায়ের তথ্য-উপাত্ত সংগ্রহ এবং দ্রুত পূর্বাভাস প্রদান করবে। সংশ্লিষ্ট এলাকার বন্যা পরিস্থিতি পর্যবেক্ষণ এবং তাৎক্ষণিক প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের লক্ষ্যে এই কন্ট্রোল রুম কার্যকর থাকবে।
কন্ট্রোল রুমের যোগাযোগের জন্য নিচের মোবাইল নম্বরগুলো সরবরাহ করা হয়েছে: ০১৩১৮২৩৪৯৬২, ০১৭৬৫৪০৫৫৭৬, ০১৫৫৯৭২৮১৫৮, এবং ০১৬৭৪৩৫৬২০৮। এছাড়াও, ই-মেইলের মাধ্যমে যোগাযোগের জন্য ঠিকানা নির্ধারণ করা হয়েছে: fwcbwdb@gmail.com, ffwc05@yahoo.com।