পটুয়াখালী জেলা যুবদলের উদ্যোগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনসহ আওয়ামী লীগ সরকারের ১৫ বছরের গুম-খুন-নির্যাতন, আয়না ঘর, হেফাজতে ইসলাম বাংলাদেশের সমাবেশে গুলি করে হত্যার প্রতিবাদে এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফাঁসির দাবিতে একটি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বিকেলে সাবেক স্বরাষ্ট্র মন্ত্রী আলহাজ্ব আলতাফ হোসেন চৌধুরির বাসার সামনা থেকে শুরু হওয়া মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে নতুন বাজার এলাকায় গিয়ে শেষ হয়। জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক এড. আল আমিন সুজনের নেতৃত্বে এ মিছিলে জেলা ও উপজেলা যুবদলের নেতাকর্মীরা অংশ নেন।
মিছিলের আগে, শেখ হাসিনা ও তার সহযোগীদের বিচারের দাবিতে যুবদল নেতাকর্মীরা দুপুরের পর থেকেই তিতাস মোরে অবস্থান নেন। বিক্ষোভে উপস্থিত ছিলেন জেলা যুবদলের সহ-সভাপতি মাজাহারুল ইসলাম হিরু, যুগ্ম সাধারণ সম্পাদক মানসুর খান লিটন, সাবেক সাধারণ সম্পাদক মোঃ মশিউর রহমান রাসেল, পৌর যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মোঃ মিরাজ হোসেন এবং জেলা ছাত্র দলের সাবেক সাধারণ সম্পাদক আল হেলাল নয়ন।
বিক্ষোভের সময় নেতৃবৃন্দ শেখ হাসিনা সরকার বিরোধী নানা স্লোগান দেন এবং শেখ হাসিনার বিচার ও ফাঁসির দাবি জানান এবং বর্তমান অন্তবর্তীকালীন সরকারকে শেখ হাসিনা ও তার দলের বিরুদ্ধে কঠোর পদক্ষেপের আহ্বান জানান।