জাবেদ হোসাইন হাটহাজারী
আজ ১৭ আগষ্ট শনিবার বিকাল তিনটায় হাটহাজারী বাসষ্ট্যান্ড চত্তরে সর্বস্তরের সুন্নী জনতার উদ্যোগে বৈষম্যবিরোধী আন্দোলনের সকল শহীদদের মাগফেরাত কামনা, আহতদের সুস্থতা ও সম্প্রীতি সমাবেশ ‘ আল্লামা হাফেজ মুহাম্মদ সোলাইমান আনসারির সভাপতিত্বে অনুষ্ঠিত।এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাটহাজারী আলহাজ্ব সলেহ আহমেদ আনসারী,আলহাজ্ব এস এম ফরিদ, আবুল ফারা মুহাম্মদ ফরিদ উদ্দীন,জালাল উদ্দিন আজহারী,আব্দুস শুক্কুর,আবুল হাশেম সওদাগর, সৈয়দ আহম্মদ, সেকান্দর মিয়া, হাসানুল করিম মুনিরী,হাসান আল আজহারী, অধ্যাপক গিয়াসউদ্দিন,সৈয়দ মুহাম্মদ আবু আজম, এনামুল হক্ব সিদ্দিকী, এডভোকেট মুখতার আহম্মেদ, মুহাম্মদ রফিক,কাজী মুহাম্মদ আলাউদ্দিন, এইচ এম শহিদুল্লাহ,মামুনুর রশিদ প্রমূখ
এতে বক্তারা বলেন বাংলাদেশের শান্তি প্রিয় সুন্নি জনতা সব সময় ছাত্রদের অধিকারের পক্ষেই করেছেন।সম্প্রতি একটি মহল মন্দির, মাজার সহ বিভিন্ন উপসনালয়গুলোতে হামলা চালাচ্ছে এতে করে সাধারণ জনগণ আতংকিত বিরাজ করছে,মাননীয় সরকারের প্রতি উদাত্ত আহ্বান সঠিক তদারকি মাধ্যমে দেশ ও জাতিকে সুন্দর সোনার বাংলাদেশ গঠনে ভূমিকা রাখবে। পরিশেষে একটি মিছিল হাটহাজারী বাসষ্ট্যান্ড চত্তর হয়ে কাচারি সড়ক,কলেজ আগেই এবং হাটহাজারী দরবারে এশে শেষ হয়।