কয়রা উপজেলা প্রতিনিধি
খুলনা জেলার কয়রা উপজেলায় আমাদী ইউনিয়নের খিরোল গ্রামের লিটন , সেলিম, ইউনুস,বাবু সহ অনেকের বিরুদ্ধে মারপিট ও ঘের জবর দখলের অভিযোগ উঠেছে।
গত ইং ৮ই আগষ্ট ভুক্তভোগী রিজিয়া বেগমের বাড়িতে উপরোক্ত লোকজন ভুক্তভোগীর বাড়িতে প্রবেশ করিয়া ভুক্তভোগী রিজিয়াকে মারপিট করে এবং তার বসতবাড়ি সংলগ্ন ঘেরে লুটপাট করে বলে অভিযোগ উঠেছে।
ভুক্তভোগীর সূত্রে জানা যায় গত ইং ৮ই আগষ্ট লিটন, সেলিম,ইউনুস, বাবুর নেতৃত্বে ১০/১২ জন লোক আমার বাড়িতে প্রবেশ করে অসভ্য ভাষায় গালিগালাজ ও শ্বাসাতে থাকে কেন আমি তাদের বিরুদ্ধে মামলা করেছি? আমি তাদের কথার জবাব দিলে তারা উত্তেজিত হয়ে মারপিট করে এবং বলে যে তুই যে জায়গা নিয়ে আমাদের বিরুদ্ধে মামলা করেছিস সেই জায়গা আজকে আমরা জোর করে দখল করে নিবো ও লুটপাট করবো। তিনি আরও বলেন আমার সাথে আমার একটা নাতনি ছিলো সে ও ভয়ে অনেক কাঁপতে থাকে। উল্লেখ্য ভুক্তভোগীর ঘের জোরপূর্বক জবর দখলের চেষ্টা করলে তিনি উপজেলা নির্বাহী আদালতে একটি মামলা দায়ের করেন যাহার নম্বর এমআর ২৯/২৪ ও বসতবাড়ী সংলগ্ন একটি জায়গা নিয়ে দেওয়ানি মামলা কয়রা জজ আদালতে চলমান যাহার নম্বর দেওয়ানি ৯৯/২৪।
এ ব্যাপারে অভিযুক্ত লিটন মুঠো ফোনে জানান আমার বিরুদ্ধে যে অভিযোগ সেটা সম্পূর্ণ মিথ্যা বানোয়াট ও ভিত্তিহীন। আমাকে সম্পূর্ণ হয়রানি করার জন্য মিথ্যা তথ্য দিয়েছে। আমি এমন কিছু করিনি।