ডেস্ক রিপোর্ট
দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে আজ থেকে দেশে মোবাইল ইন্টারনেট সেবা পুনরায় চালু হচ্ছে। তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক জানিয়েছেন, বিকেল ৩টা থেকে ফোরজি সেবা চালু হবে এবং পরবর্তীতে ৫জি সেবার জন্যও প্রস্তুতি চলছে।
বিস্তারিত: গত ১৭ জুলাই থেকে বন্ধ থাকা মোবাইল ইন্টারনেট সেবা আজ থেকে পুনরায় চালু হচ্ছে। তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক আজ সকালে অ্যামটবের সাথে বৈঠক শেষে এই তথ্য জানিয়েছেন। তিনি বলেন, “আজ ফোরজি সেবা চালু হবে। পরবর্তীতে ৫জি সেবার জন্যও আমরা প্রস্তুত।”
উল্লেখ্য, গত ১৭ জুলাই থেকে দেশে মোবাইল ইন্টারনেট এবং ১৮ জুলাই থেকে ব্রডব্যান্ড ইন্টারনেট বন্ধ ছিল। পরবর্তীতে গত মঙ্গলবার থেকে পরীক্ষামূলকভাবে ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা চালু হলেও মোবাইল ইন্টারনেট বন্ধই ছিল।
কী কী কারণে বন্ধ ছিল ইন্টারনেট?
গত ১৭ জুলাই থেকে দেশের বিভিন্ন স্থানে কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে যে সহিংসতা সংঘটিত হয়, তার জের ধরেই ইন্টারনেট বন্ধ করে দেওয়া হয়। এই সহিংসতায় দেশের টেলিকম খাতে বিপুল ক্ষতি হয়েছে।
ইন্টারনেট চালু হওয়ায় কারা স্বস্তি পাবেন?
দীর্ঘদিন ইন্টারনেট বন্ধ থাকায় দেশের অর্থনীতি, শিক্ষা, সামাজিক যোগাযোগসহ বিভিন্ন ক্ষেত্রে প্রভাব পড়েছিল। এই সিদ্ধান্তের ফলে দেশের কোটি কোটি ইন্টারনেট ব্যবহারকারীরা স্বস্তি পাবেন। বিশেষ করে ছাত্র-ছাত্রী, কর্মজীবীরা এবং অনলাইন ব্যবসায়ীরা এই সিদ্ধান্তকে স্বাগত জানাবেন।
কী কী বিষয় নিয়ে সচেতন থাকা জরুরি?
ইন্টারনেট চালু হলেও সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে ভিত্তিহীন তথ্য ছড়িয়ে পড়ার সম্ভাবনা রয়েছে। তাই সবার উচিত সতর্ক থাকা এবং ভেরিফাই করা তথ্যই শেয়ার করা।
আগামী দিনে কী আশা করা যায়?
তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রীর ঘোষণা অনুযায়ী, আগামী দিনে দেশে ৫জি সেবা চালু হওয়ার সম্ভাবনা রয়েছে। এতে দেশের ডিজিটাল যোগাযোগ ব্যবস্থা আরও উন্নত হবে এবং দেশের অর্থনীতিতেও ইতিবাচক প্রভাব পড়বে।