ডেস্ক রিপোর্ট
আইনমন্ত্রী আনিসুল হক জানিয়েছেন, কোটা সংস্কার আন্দোলনরত শিক্ষার্থীদের দাবিগুলো সরকার মেনে নিয়েছে, ফলে এখন আর আন্দোলনের প্রয়োজন নেই। বৃহস্পতিবার জাতীয় সংসদ ভবনের টানেলের নিচে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই মন্তব্য করেন।
আইনমন্ত্রী জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে আগামী ৭ আগস্টের শুনানি এগিয়ে এনে দ্রুত সমাধান করা হবে। আলোচনার জন্য আইনমন্ত্রী ও শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরীকে দায়িত্ব দেওয়া হয়েছে।
আনিসুল হক বলেন, “আমরা শিক্ষার্থীদের দাবি মেনে নেওয়ার ব্যাপারে প্রস্তুত, এবং আন্দোলনকারীরা যখনই বসতে রাজি হবে, আমরা আলোচনা করতে রাজি আছি।”
আইনমন্ত্রী আরও জানান, প্রধানমন্ত্রী গতকাল বিচার বিভাগীয় তদন্তের ঘোষণা দিয়েছেন এবং হাইকোর্টের বিচারপতি খন্দকার দিলুরুজ্জামানের নেতৃত্বে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এই প্রস্তাব প্রধান বিচারপতির কাছে যাবে এবং তিনি তা অনুমোদন করবেন বলে আশা করা হচ্ছে।
শিক্ষার্থীদের প্রতি সহিংসতা বন্ধ করার আহ্বান জানিয়ে আইনমন্ত্রী বলেন, “সরকার শিক্ষার্থীদের দাবি বিবেচনা করে মেনে নিয়েছে। তাই আজ থেকে আন্দোলন করার আর কোনো প্রয়োজন নেই।”
এই ঘোষণার পর শিক্ষার্থীরা কীভাবে প্রতিক্রিয়া জানাবে, সেটাই এখন দেখার বিষয়।