মোঃ রাওফুল বরাত বাঁধন ঢালী,লালমনিরহাট
লালমনিরহাট বিজিবি মহাপরিচালক কর্তৃক বন্যাদূর্গতদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
কাল,
বৃহস্পতিবার (১১ জুলাই) বিকাল ৩টা ৩০মিনিটে লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার সানিয়াজান নিজ শেখ সুন্দর দাখিল মাদ্রাসা মাঠে উত্তর পশ্চিম রিজিয়ন রংপুরের ব্যবস্থাপনায় এ বন্যাদূর্গতদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ অনুষ্ঠিত হয়।
বন্যাদুর্গতদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেন বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মোঃ আশরাফুজ্জামান সিদ্দিকী, ওএসপি, বিএসপি, এসইউপি, এনডিসি, পিএসসি, এমফিল। এ সময় বিজিবি সদর দপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (জিএস শাখা) ব্রিগেডিয়ার জেনারেল মোঃ জাহাঙ্গীর আলম, বিজিবি রংপুর রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল খোন্দকার শফিকুজ্জামান, রংপুর সেক্টর কমান্ডার কর্নেল মামুনুর রশীদ, তিস্তা ব্যাটালিয়ান ৬১ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শেখ মোহাম্মদ মুসাহিদ মাসুম পিএসসিসহ বিজিবি’র অন্যান্য কর্মকর্তাবৃন্দ, স্থানীয় প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তিবর্গ, প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মোঃ আশরাফুজ্জামান সিদ্দিকী সাংবাদিকদের বলেন, বিজিবি সব সময় অসহায় মানুষের পাশে থাকে। বিজিবির পক্ষ থেকে এ ধরনের সহযোগিতামূলক কর্মকাণ্ড চলমান থাকবে।
উল্লেখ্য যে, তিস্তা ব্যাটালিয়ান ৬১ বিজিবি তিস্তা নদীর পাড়ের বন্যাদূর্গত এলাকার দুস্থ ও অসহায় ২শত ৫০টি পরিবারের মাঝে এ ত্রাণ সামগ্রী (চাল, ডাল, তেল, আলু, চিড়া, নুডুলস, লবন, মোমবাতি, দিয়াশলাই) বিতরণ করেন।
তাদের এই মহত্তর কাজ কে শুভ সংকেত বলে মনে করছেন সুশীল সমাজের জনগণ। সুশীল সমাজের জনগণ মনে করেন বাংলাদেশ বর্ডার গাট বাহিনী, বিজিবি যদি সত্য ও নিষ্ঠার সাথে নিজের কাজ করতো তবে হয়তো বাংলাদেশের যুব সমাজ ভারতের মরণ ফাঁদ তাপাল টেপানটাটল টেবলেট ভারতীয় ইয়াবা,ফেনসিডিল এস্কাপ সহ সকল মরণ নাশক ভয়াবহ নেষা প্রবেশে বিশেষ ভুমিকা রাখবে বলে আশাবাদী। যদি তা করতে না পারে তবে আগামী প্রজন্ম অন্ধকারে বসবাস করবে দেখবেনা হয়তো সৃযের আলো।