খাগড়াছড়িতে নাগরিক প্লাটফর্ম ও ইয়ুথ গ্রুপের সাথে নির্বাচিত জনপ্রতিনিধিদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

মিঠুন সাহা, খাগড়াছড়ি

খাগড়াছড়িতে নাগরিক প্লাটফর্ম ও ইয়ুথ গ্রুপের সাথে নির্বাচিত জনপ্রতিনিধিদের মতবিনিময় সভা অনুষ্ঠিত।

বুধবার (১৯ জুন) সকাল ১১ টার সময় খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ রেষ্ট হাউজের সম্মেলন কক্ষে বেসরকারি উন্নয়ন সংস্থা তৃণমুলের আস্থা প্রকল্পের আয়োজনে জেলা নাগরিক প্লাটফর্ম ও ইয়ুথ গ্রুপের সাথে জনপ্রতিনিধিদের নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

এতে তৃণমুলের নির্বাহী পরিচালক রিপন চাকমার সঞ্চালনা ও জেলা নাগরিক প্লাটফর্মের আহ্বায়ক সাধন কুমার চাকমার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি

এই সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা সদর উপজেলার চেয়ারম্যান জনাব দিদারুল আলম, ভাইস চেয়ারম্যান ক্যচিং মারমা, মহিলা ভাইস চেয়ারম্যান কল্যাণী ত্রিপুরা।

সভায় অতিথি হিসাবে আরো উপস্থিত ছিলেন নাগরিক প্লাটফর্মের প্রতিনিধিবৃন্দ এবং ইয়ুথ গ্রুপের প্রতিনিধিবৃন্দ, ইয়েস গ্রুপ, ত্রিপুরা স্টুডেন্ট ফোরাম, মারমা স্টুডেন্ট ফোরামের প্রতিনিধি, সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিবৃন্দ।

সভায় আস্থা প্রকল্পের উদ্যেশ্য ও লক্ষ্য এবং প্রকল্প সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন তৃণমুলের নির্বাহী পরিচালক রিপন চাকমা । এতে কর্মসুচীর বিভিন্ন বিষয় নিয়ে উপাস্থাপন করেন জেলা নাগরিক প্লাটফর্মের সদস্য মথুরা বিকাশ ত্রিপুরা।

যুবদের আকাশ সংস্কৃতির প্রভাব, নগরায়ণের প্রভাব, অনলাইন এর খারাপ প্রভাব, মাদকাসক্তি, নারী পাচার, বেকারত্ব, যুবদের যোগ্য করে তুলতে না পারা ইত্যাদি বিষয়ের উপর গুরুত্বারোপ করেন। এছাড়াও যুবদের জন্য নানা ধররণের পজিটিভ কার্যক্রমের সুপারিশ করা হয় যেমন; প্রশিক্ষণ, আউটসোর্সিং, ব্যবসা ইত্যাদি। নিরাপদ তথ্য প্রযুক্তি ব্যবহারে যুবদের উদ্বুদ্ধ করার কথা বলা হয়। মুক্তিযুদ্ধের চেতনা ধারন করা, মহান সংবিধানের প্রতি অনুগত থেকে অনুকরণ করা, সাম্প্রদায়িক সম্প্রীতি ও সৌহার্দ্যপূর্ণ সহাবস্থানের সামাজিক পরিবেশ সমুন্নত রাখার জন্য যুবদের মধ্যে অসাম্প্রদায়িক চেতনা, ভিন্নতার প্রতি পরমত সহিষ্ণুতা, অংশগ্রহণমূলক গণতান্ত্রিক চেতনা, দেশের প্রতি মমত্ববোধ, প্রতিবেশীর প্রতি সহানুভূতিশীল দৃষ্টিভঙ্গী, সাম্প্রদায়িক সম্প্রীতির মনোভাব, দলনিরপেক্ষ রাজনৈতিক চেতনা ইত্যাদি বিষয়ে সচেতন করে তোলার ব্যাপারে সুপারিশমালা পেশ করা হয়।

স্বেচ্ছাসেবামূলক কার্যক্রমে উৎসাহিত করার জন্য যুবসমাজকে সহায়তা করা এবং জাতীয় সেবামূলক বিভিন্ন কাজে তাদেরকে সম্পৃক্ত করা। যুবদের স্মার্ট নাগরিক হিসেবে গড়ে তোলার জন্য তথ্য-প্রযুক্তির বৈশ্বিক অগ্রগতির সাথে তাদের কার্যকর সংযোগ স্থাপনের সুবিধার্থে তথ্য-প্রযুক্তিতে সহজ অভিগম্যতা নিশ্চিতকরণের জন্য বিনাসুদে কিংবা স্বল্পসুদে বিশেষ ঋণ সুবিধা প্রদান করা। একবিংশ শতকের চ্যালেঞ্জ মোকাবেলায় সিক্স সি (6C) দক্ষতা তথা- বিশ্লেষণমূলক চিন্তাধারার দক্ষতা (Critical thinking), যোগাযোগ দক্ষতা (Communication), নাগরিক মূল্যবোধের দক্ষতা (Citizenship),

সৃজনশীল চিন্তাধারার দক্ষতা (Creativity), লেগে থাকার দক্ষতা (Continuity of growth mindset) এবং সমন্বয় সাধনের দক্ষতা (Collabroation) অর্জনে যুবসমাজকে পৃষ্ঠপোষণ করতে হবে’। যুব নেতৃত্ব বিকাশে সহায়তা করার লক্ষ্যে বিভিন্ন সরকারি-বেসরকারি উন্নয়ন কর্মসূচিতে যুবদের প্রতিনিধিত্ব (যুব ও যুব নারী উভয়ের জন্য) নিশ্চিত করা। জেলার প্রতিটি উপজেলায় খেলাধুলা ও সাহিত্য-সাংস্কৃতিক কর্মকান্ডে যুবদের অংশগ্রহন বৃদ্ধি ও বিভিন্ন প্রতিযোগিতা আয়োজনের মাধ্যমে সুস্থ বিনোদনের পরিবেশ সৃষ্টি করা।

বক্তারা মাননীয় প্রতিমন্ত্রীর সামনে স্থানীয় জনগোষ্ঠীর দাবী উপস্থাপন করেন এবং সহিংসতা প্রতিরোধ ও সুশাসন চর্চায় গুরুত্বারোপ করেন।

মাননীয় প্রতিমন্ত্রী ও জনপ্রতিনিধিরা ইয়ুথ গ্রুপ ও নাগরিক প্লাটফর্ম সদস্যদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন এবং সহিংসতা প্রতিরোধ এবং অহিংস সমাজ গঠনের অঙ্গীকার করেন।

সভায় দল-মত নির্বিশেষে জাতীয় যুবনীতি ২০১৭ বাস্তবায়ন এবং যুবদের বিভিন্ন কার্যক্রমে সম্পৃক্ত করার মাধ্যমে দক্ষতা বৃদ্ধি করে জাতীয় সম্পদে পরিণত করার আহ্বান জানান।
অনুষ্ঠানে যুবরা প্রধান অতিথি ও অন্যান্য অতিথিদের কাছে বিভিন্ন প্রশ্ন করেন এবং অতিথিরা এর উত্তর দেন।

প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি বলেন : ভাল কাজ করার জন্য ভাল মানুষ প্রয়োজন। ইদানিং যুবরা যে কাজ করছে তা কোন মতে ভাল কিছু বয়ে আনতে পারে না।

যুবদের ভাবনা কি সেটা তিনি প্রশ্ন করেন। আমার ভূমিকা কি সেটা উপলব্ধি করতে না পারলে কোন কিছুই লাভ করা যাবে না। অমরা খারাপ কিছু প্রশ্রয় দিবো না। যা খারাপ হয়েছে আগামীতে তা আর হবে না। যোগ্য নেতৃত্বের প্রয়োজন। যুবদের মধ্যেও যোগ্য নেতৃত্ব গড়ে তুলতে হবে বলে জোড় দেন। সরকারের লক্ষ্য রয়েছে এবং যথাযথভাবে লক্ষ্য পুরণ করছে। যুবরাই পারে। কে কোন সম্প্রদায় এটা কোন বিষয় নয়। ভালবাসা, আন্তরিকতা, দেশের প্রতি মমত্ববোধ আমাদেরকে মানুষ হিসেবে প্রতিষ্ঠিত করেছে।

সভায় অংশগ্রহনকারী হিসাবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলার ৯টি উপজেলার ইয়ুথ গ্রুপের প্রতিনিধিবৃন্দ, নাগরিক প্লাটফর্মের সদস্যবৃন্দ, সাংবাদিক, নারী নেত্রী, জনপ্রতিনিধি ও এনজিও প্রতিনিধি।

সংবাদটি শেয়ার করুনঃ

Facebook
WhatsApp
Telegram
Twitter
LinkedIn
Email
Print

আরও পড়ুনঃ

মালিক হত্যা মামলার দ্রুত বিচারের দাবিতে মৌলভীবাজারে স্ত্রীর সংবাদ সম্মেলন

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি মৌলভীবাজারের রাজনগরে

অবশেষে খাসি সম্প্রদায়ের বর্ষবরণ অনুষ্ঠান প্রশাসনের সহায়তায় হচ্ছে

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি খাসি সম্প্রদায়ের

ভোলার চর কুকরি মুকরিতে জলবায়ু পরিবর্তন অভিযোজন নিয়ে কর্মশালা অনুষ্ঠিত

মো: সামিরুজ্জামান, বিশেষ প্রতিনিধ ভোলার চরফ্যাশন

মৌলভীবাজারের সন্তানের স্বপ্ন পূরণ হলো না! বেলারুশ সীমান্তে পিটিয়ে হত্যা

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি স্বপ্ন পূরণে ইচ্ছা ছিল

মৌলভীবাজার পূজা উদযাপন পরিষদের সম্পাদক মহিম গ্রেপ্তার

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি বৈষম্যবিরোধী মামলায়

নিয়ামতপুর উপজেলায় বি,এন,পি দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

এম,এ,মান্নান,নিয়ামতপুর(নওগাঁ) প্রতিনিধি নওগাঁ জেলার

জয়চন্ডী ইউপিতে ভারপ্রাপ্ত চেয়ারম্যান মিলন বৈদ্য

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি মৌলভীবাজারের কুলাউড়া

কমলগঞ্জে এক শিশুর পানিতে ডুবে মৃত্যু

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি মৌলভীবাজারের কমলগঞ্জে

প্রধান সংবাদ

মায়েদের উৎসাহিত করতে ভোলায় মা সমাবেশ

মোঃ সামিরুজ্জামান, বিশেষ প্রতিনিধি ভোলা সদর উপজেলার

ভোলায় প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য বিশেষায়িত প্রশিক্ষণের সমাপনি

মোঃ সামিরুজ্জামান, বিশেষ প্রতিনিধি ভোলায় প্রতিবন্ধী

কুয়াকাটায় এক ইলিশের দাম উঠলো প্রায় ৭ হাজার টাকা

উপজেলা প্রতিনিধি, কলাপাড়া(পটুয়াখালী) পটুয়াখালীর

উড়ছে বি এন পি নেতার খোলা চিঠি !

মোঃ রাওফুল বরাত বাঁধন ঢালী, লালমনিরহাট কুড়িগ্রাম জেলার

হাসিনার প্রসাশনিক এজেন্টরা ইউনূস সরকারকে সফলে বাঁধা;রিজভী

তিমির বনিক,মৌলভীবাজার বিএনপি’র সিনিয়র যুগ্ম মহাসচিব

জামায়াত ইসলামী বাংলাদেশ এর সমাবেশে মানুষের ঢ়ল

এম,এ,মান্নান, নিয়ামতপুর, নওগাঁ নওগাঁ জেলার নিয়ামতপুর

উপকূলে মাঝারি বৃষ্টিপাত, ০৩ নম্বর সতর্ক সংকেত বহাল

মৌসুমী বায়ুর সক্রিয় প্রভাবে পটুয়াখালীসহ উপকূলীয়