এম,এ,মান্নান,নিয়ামতপুর , নওগাঁ
এমনিতেই ভেপশা গরম তার পর বাসের মধ্যে মানুষের গাদাগাদি। শধু মাত্র প্রিয়জনের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করার জন্য প্রিয় কর্মস্থল থেকে ছুটে চলেছে নাড়ির টানে নিজ জন্মভূমিতে।
বছরে দুইটি ঈদে মানুষের ঢল নামে বাস,ট্রেন,কিছু মানুষ আবার বাস বা ট্রেনে টিকেট নামক সোনার হরিন না পেয়ে ছোট ছোট গাড়িতে হলেও জীবনের ঝুকি নিয়ে রওনা হচ্ছে নিজের জন্মভূমিতে। কিছু কিছু জায়গায় শোনা যাচ্ছে পরিবহনে বেশি ভাড়া আদায় করছে।তবে এবার কিছু বিচ্ছিন্ন ঘটনা ছাড়া মানুষ নিশ্চন্তে বাড়ি ফিরছে।
ঈদ সবার জীবনে নিয়ে আসুক অনাবিল আনন্দ ও একে অপরের সাথে বিভেদ ভূলে সবাই যেন ঈদের আনন্দ ভাগাভাগি করতে পারে।গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের আস্থাভাজন দেশের কর্নধর মাননীয় প্রধান মন্ত্রীকে অন্তস্থল থেকে দোয়া ও মোবারকবাদ যে, দেশরত্ন মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনা বাড়ি ফেরা মানুষের চিন্তা করে ট্রেনসহ বিভিন্ন মহাসড়ক গুলোতে পরিবহন বাড়িয়েছেন এবং প্রতিটি মহাসড়কে বিভিন্ন আইন-শৃংখলা বাহিনী সার্বক্ষনিক পাহারা দিচ্ছে যেন মানুষ ভালভাবে গন্তব্যে পৌছতে পারে।