ফজরের নামাজের পর বাড়ির সামনে দেখতে পান কাফনের কাপড় ও চিরকুট। নওগাঁ জেলার আত্রাই উপজেলায় এক যুবলীগ নেতাকে হত্যার হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে। শুক্রবার (১৪ জুন) ভোরে ফজরের নামাজের জন্য বাড়ি থেকে বের হলে আত্রাই ইউনিয়ন যুবলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আব্দুস ছালাম (৩৪) তাঁর বাড়ির দরজার সামনে কাফনের কাপড় ও চিরকুট পাওয়ার অভিযোগ করেছেন।
চিরকুটে লেখা ছিল, ”মো. সালাম, তুই বেশি বারাগেছিস। ভাল-মন্দ খেয়াল নে। তোর মরার সময় হয়ে গেছে। তোকে কোরবানি দিমু ঈদের আগে। ইতি, তোর বাপ।” রহস্যজনক এই ঘটনায় আব্দুস ছালাম একই গ্রামের বানেজ আলীর বিরুদ্ধে আত্রাই থানায় লিখিত অভিযোগ করেছেন।
আহাদ আলীর ছেলে বানেজ ও ছালামের মধ্যে পূর্বের বিরোধ ছিল
অভিযোগ অনুযায়ী, আব্দুস ছালাম ও এই বানেজ আলীর মধ্যে একটি মামলা চলছিল। গত বৃহস্পতিবার একটি চায়ের স্টলে উভয়ের মধ্যে কথা-কাটাকাটি হয় এবং সেখানে বানেজ তাকে নানাভাবে হুমকি দিয়েছিলেন বলে অভিযোগ করা হয়েছে। এ কারণেই বানেজ একই ধরণের হুমকি দিয়ে থাকতে পারেন বলে ধারণা ছালামের।
পুলিশ ঘটনা তদন্ত করছে, অভিযুক্ত গ্রেফতারের হুমকি
আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জহুরুল ইসলাম জানান, অভিযোগটি তারা গম্ভীরভাবে নিয়েছেন। তিনি বলেন, “অভিযোগের সত্যতা খতিয়ে দেখা হচ্ছে। ঘটনা সত্য প্রমাণিত হলে অভিযুক্তকে অবশ্যই আইনের আওতায় আনা হবে।”
এই ঘটনা দেখায়, রাজনৈতিক প্রতিহিংসা এখনও চলছে যা নগর এলাকায় শান্তি বিঘ্নিত করতে পারে। নিরাপত্তা বাড়ানোর জন্য কঠোর পদক্ষেপ গ্রহণের দাবি উঠছে।