প্রতিবেশী দেশ মায়ানমারের সাথে সীমান্ত এলাকায় তৃণমূল উত্তেজনা বিদ্যমান থাকায় আওয়ামী লীগের সর্বোচ্চ নেতৃবৃন্দ যে কোনো আক্রমণের জবাব দেওয়ার প্রস্তুতি নেওয়ার কথা জানিয়েছেন।
শনিবার (১৫ জুন ২০২৪) দুপুরে রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক বৈঠকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন মন্ত্রী ওবায়দুল কাদের বলেন, “আমরা আক্রান্ত হলে ছেড়ে দেব না। আমরা আক্রমণ করব না, তবে আমাদের প্রস্তুতি আছে।”
তিনি আরও বলেন, জাতিসংঘ এখন নখদন্তহীন। তাদের কথা ইসরায়েল শুনে না। বড় বড় দেশগুলো শুনে না। এটা দুঃখজনক।
বৈঠকে আওয়ামী লীগের নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আফএম বাহাউদ্দিন নাছিম, সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক, সুজিত রায় নন্দী, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক মৃণাল কান্তি দাস, উপ প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক আব্দুল আউয়াল শামীম, কার্যনির্বাহী সদস্য সাহাবুদ্দিন ফরাজী প্রমুখ।
মায়ানমারের রাখাইন রাজ্যে স্থাপিত রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পগুলোর নিরাপত্তা এবং সীমান্ত এলাকায় যে কোনো সশস্ত্র সংঘর্ষ প্রতিরোধ করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের বিষয়ে সরকারের উচ্চপর্যায়ে এই বৈঠকটি অনুষ্ঠিত হয়েছে বলে অনুমান করা যাচ্ছে।