আবু মাহাজ,ভোলা
ভোলার চরফ্যাশন উপজেলার চরকলমী ইউনিয়নের চরমঙ্গল ৪নং ওয়ার্ডে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ইউপি সদস্যকে দ্যা দিয়ে কুপিয়ে মারাত্মক জখম করার অভিযোগ পাওয়া গেছে। এঘটনায় আহত ইউপি সদস্য থানায় গেলেও পুলিশ ব্যবস্থা নেয়নি
উল্টো ইউপি সদস্যের বিরুদ্ধে নিয়েছে সন্ত্রাসীদের লিখিত অভিযোগ।
একজন জনপ্রতিনিধিকে প্রকাশ্যে কুপিয়ে জখমের ঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে।
গত ৩জুন সোমবার সকালে উপজেলার উত্তর চর মঙ্গল গ্রামের সৈয়দ আহাম্মদ বেপারি বাড়িতে এঘটনা ঘটে।
গুরুত্বর আহত ইউপি সদস্য একই গ্রামের চরকলমী ইউনিয়ন পরিষদের ৪ নং ওয়ার্ডের ইউপি সদস্য।
জানাযায়, গত ৩ জুন সোমবার সকালে সৈয়দ আহাম্মদ বেপারি বাড়ির হারুন মেম্বার তার নিজেস্ব জমির গাছ থেকে তাল বিক্রি করেন। এসময় একই বাড়ির খালেদা বেগম গাছটি তাদের দাবি করে বাঁধা প্রদান করেন। এনিয়ে কথা-কাটাকাটির একপর্যায়ে খালেদা তার হাতে থাকা একটি ধাড়ালো দ্যা দিয়ে ইউপি সদস্য হারুনের কপালে আঘাত করলে তিনি মারাত্মক জখম হন। পরে স্বজনরা আহত ইউপি সদস্যকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে শশীভূষণ থানা পুলিশকে বিষয়টি অবগত করে চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে কর্তব্যরত ডাক্তার উন্নত চিকিৎসার জন্য তাকে অন্যত্র রেফার করেণ। এ ব্যাপারে শশীভূষণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি এনামুল হক জানান, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুপক্ষ মারধর করেছে এতে মেম্বারসহ দুইজন আহত হয়েছে। একপক্ষের লিখিত অভিযোগ পেয়েছি, তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
স্থানীয় সূত্রে আরো জানাগেছে, খালেদা বেগমসহ ওই ঘরের লোকজন অনেক আগে থেকেই হারুন মেম্বারের বিরুদ্ধে বিভিন্ন মিথ্যা অপবাদ রটাচ্ছে। এখন আবার তার বিরুদ্ধে স্থানীয় থানায় মিথ্যা অভিযোগ দাখিল করেছে। অন্যদিকে বর্তমানে তারা এঘটনাকে কেন্দ্র করে সাংবাদিকদের কাছে মিথ্যা অভিযোগ দিয়ে, ভিত্তিহীন সংবাদ প্রকাশ করিয়েছে। এমতাবস্থায় এ হামলার ঘটনায় তদন্ত সাপেক্ষে প্রশাসনের উর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেণ, ভূক্তভোগী হারুণ মেম্বার ও তার পরিবার।