জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে চলছে সরকারবিরোধী গুজবের হিড়িক। নিজেদের তৈরি করা গাইডলাইন ভেঙেই এসব কাজ করছে তারা। আর এরমাদ্যমে ফেসবুকের রাজনৈতিক পক্ষপাতিত্ব করার অভিযোগ স্পষ্টভাবে ফুটে উঠেছে।
ফেসবুকের অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ দেশেও সমালোচিত হচ্ছে বহু দিন ধরে। তবে বিষয়টি আবারও সামনে আসে বাংলাদেশ থেকে সামাজিক ফেসবুকের মোট ১৪৮টি অ্যাকাউন্ট ও পেজ সরিয়ে দেওয়ার পর।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশ থেকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক ক্ষমতাসীন দল ও এর সংশ্লিষ্ট মোট ১৪৮টি অ্যাকাউন্ট ও পেজ সরিয়ে দিয়েছে। এ নিয়ে মেটার পক্ষ থেকে বলা হয়, সমন্বিত অনির্ভরযোগ্য আচরণের জন্য আমরা ফেসবুক থেকে পঞ্চাশটি অ্যাকাউন্ট ও ৯৮টি পেজ সরিয়ে ফেলেছি। এই নেটওয়ার্কটি বাংলাদেশেরই এবং তারা বাংলাদেশের স্থানীয় অডিয়েন্সকে টার্গেট করেছিল।
অথচ বিগত কয়েক নির্বাচনের আগে বাংলাদেশে ঘৃণাত্মক বক্তৃতা, সাম্প্রদায়িক সহিংসতার প্ররোচনা, অগ্নিসংযোগের আহ্বান রোধ করতে ব্যর্থ হয়েছে ফেসবুক। পাশাপাশি প্রধানমন্ত্রী এবং তার পরিবারের সদস্যদেরসহ আওয়ামী লীগ নেতৃত্বের বিরুদ্ধে বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে ফেসবুকের মাধ্যমেই। সম্প্রতি বাজেটকে কেন্দ্র করে সরকারবিরোধী গুজব ফেসবুকে আরও বেড়েছে।
এরমধ্যে একটি ভিডিওতে লেখা আছে, মুহুর্তেই জড়ো হয়ে বাজেটের প্রতিকী ব্রিফকেসে আগুন দিল এবি পার্টির নেতারা। থাম্বনেইলে লেখা, পুলিশ এসে থামাতে পারল না।অথচ ভিডিওতে দেখা যায়, পুলিশের গাড়ির অন্যস্থানের একটি দৃশ্য সেখানে যুক্ত করা হয়েছে। https://www.facebook.com/watch/?v=788471280076925। এছাড়া বিএনপির সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানার একটি ভিডিও রিলস আকারে ছাড়া হয়েছে। যেখানে আগের অর্থমন্ত্রীকে নিয়ে করা বক্তব্য প্রচার করা হচ্ছে। https://www.facebook.com/reel/7824561350923486।
আরেকটি ভিডিওতে লেখা, বাজেটে.বেনজীর, আজিজ, আনারদের জন্য ছাড় https://www.facebook.com/wa
tch/?v=7446156648786671
হাইকোর্টের রায়ে সরকারি চাকরিতে আবার মুক্তিযোদ্ধা কোটা ফেরার ঘটনা উস্কানিমূলক খবর ছড়ানো হচ্ছে ফেসবুকে। এরমধ্যে একটি ভিডিওর শিরোনামে বলা হয়,স্বাধীনতার ৫৩ বছর পরে এসে ও যারা কোটা সুবিধা চায়, এরা পরি ষ্কারভাবে রা’জা’কা’রে র বংশধর!!…https://www.facebook.com/wa
tch/?v=1436619687736076
ঢাকার রাজপথে গণঅধি কার পরিষদের স্লোগান “ভা*রত হটাও,
বাংলাদেশ বাঁচাও❞ https://www.facebook.com/wa
tch/?v=7361017824020674
কেউ যে টা সাহস করে না,
গণঅধিকার পরিষদ সেটা করে দেখায়!
এবার সরাসরি রাজপথে চলছে
ভারত খেদাও, বাংলাদে শ বাঁচাও
আন্দোলন!! https://www.facebook.com/wa
tch/?v=1022912002587536
সরকারি চাকরি তে আবারও ফিরে এল ৩০% কোটা! https://www.facebook.com/wa
tch/?v=332806969839578
ব্যক্তিগত বা জাতিগত ঘৃণা প্রচার বন্ধ বা ফ্যাক্ট চেকিং এর জন্য মেটা তার নিজস্ব ব্যবস্থাপনার ওপর নির্ভর করলেও বিশ্বের অন্যান্য দেশের মতোই বাংলাদেশেও বার বার ব্যর্থ হয়েছে টেক জায়েন্ট প্রতিষ্ঠানটি। ঘৃণামূলক বক্তব্য বন্ধ বা জননিরাপত্তার জন্য হুমকি জনক তথ্য প্রচার বন্ধে সম্পূর্ণ ব্যর্থতার পরিচয় দিয়েছে ফেসবুক। বাংলাদেশে একাধিক সাম্প্রদায়িক হামলার জন্ম হয় ফেসবুক প্লাটফর্ম থেকে।
সম্প্রতি আওয়ামী লীগ ঘরানার স্বতন্ত্র সংসদ সদস্য ব্যারিস্টার সুমনকে নিয়েও ফেসবুকে গুজব ছড়াতে দেখা যায়। এরমধ্যে একটি ভিডিওর পোস্টে লেখা হয়, ব্যারিস্টার সুমনের বিরুদ্ধে আবারও মামলা | গ্রেফতার হতে যাচ্ছে
ব্যারিস্টার সুমন | https://www.facebook.com/wa
tch/?v=820113556283532 । আরও কয়েকটি ভিডিওর পোস্টে লেখা দেখা যায়,ব্যারিস্টার সুমনের সাথে এ কেমন আচরণ || সংসদে মারামারি কিন্তু কেন? || Barrister Sumon
News || Taj tv
tch/?v=486608987128565,
এছাড়া বাঁশেরকেল্লা এবং বিএনপি-জামায়াতের ভেরিফায়েড অ্যাকাউন্টগুলোকে গুজব ছড়ানো ও সহিংসতা উসকে দেওয়ার হাতিয়ার হিসেবে ব্যবহার করা হচ্ছে। সেখান থেকে প্রধানমন্ত্রীকে প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে। এসব ব্যাপারে ফেসবুককে কোনোরকম পদক্ষেপ নিতে দেখা যায়নি। শিবিরের বিষয়ে একটি ভিডিওতে লেখা, শিবিরের জন্য বড় সুযোগ?||কী শুরু
হলো দে খুন||গুরুত্বপূর্ণ ও বড় সুখবর||আর এই সুযোগ বলতে গিয়ে উপস্থাপক সব বলেছেন উগ্রবাদী কথাবার্তা
tch/?v=971291561119096
আরেকটি ভিডিওতে লেখা দেখা যায়, অবশেষে সেক্রেটারি জেনারেলের নেতৃত্বে জামায়াতে র চমৎকার
কার্যক্রম দেখুন|| https://www.facebook.com/wa
tch/?v=425264300351865
এই ভিডিওতেও উপস্থাপকে কোনো সুনির্দিষ্ট তথ্য উপস্থাপন করতে দেখা যায়নি।
ফেসবুকের সহিংসতা বিষয়ক কমিউনিটি গাইডলাইন অনুসারে- ‘হিংস্রতা সংক্রান্ত ঐতিহাসিক বা কাল্পনিক ঘটনার উল্লেখ (যেমন, এমন কনটেন্ট যা ঐতিহাসিক বা কাল্পনিক হিংসামূলক পরিচিত ঘটনার উল্লেখ করে অন্যকে হুমকি দেয়)’ এমন পোস্ট না করার জন্য বলা হয়েছে। করলে পর্যাপ্ত তথ্যের ভিত্তিতে ফেসবুক তা সরিয়ে নেবে বা কমিউনিটি গাইডলাইন ভঙ্গ করা হয়েছে বলে গণ্য করা হবে।
কিন্তু বাস্তবতায় দেখা যায় ভিআইপি নিউজ ২.০ ( https://www.facebook.com/HarunurRashid.fbpqge ) তার মার্চ ১২ এর একটি পোস্টে ‘যুক্তরাষ্ট্র ও সেনাবাহিনীর গোপন বৈঠক মিয়ানমারকে নিয়ে’ ( https://www.facebook.com/watch/?v=1491717764774130&ref=sharing ) শিরোনামে একটি ভিডিও প্রচার করে যা কল্পনা প্রসূত। আন্তর্জাতিক গণমাধ্যমের তথ্যানুসারে মিয়ানমার সামরিকজান্তাদের চীন সহায়তা করছে এবং তাদের ওপর যুক্তরাষ্ট্র চাপ প্রয়োগ অব্যহত রেখেছে এমন তথ্য প্রচার করা হলেও, এই ভিডিওতে দাবি করা হয় মিয়ানমারের সামরিক জান্তাকে সহায়তা প্রদান করছে যুক্তরাষ্ট্র এবং দেশটি বাংলাদেশকেও মিয়ানমারের সামরিক জান্তার পক্ষে কাজ করার আহ্বান জানিয়েছে গোপন বৈঠকে। কিন্তু এমন একটি কনটেন্ট এখনও ফেসবুকে রয়ে গেছে। কোন ব্যবস্থা নেয়া হয়নি মেটার পক্ষ থেকে।
পুরাতন নিউজের অডিও চালিয়ে পিটার হাসের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক নিয়ে নতুন করে গুজব প্রচার করা হয়। ফেসবুক কমিউনিটি গাইডে ‘মিডিয়া কারচুপি’ হিসেবে এই ভিডিওটি উত্তম উদাহরণ। ভিডিওর শিরোনামে বলা হয়েছে- ‘আঃ লীগ শেষ নির্বাচন আবার হবে/ সিঙ্গাপুরে গোপন বৈঠক বিএনপি পিটার হাসের/’ https://www.facebook.com/watch/?v=326426353766196&ref=sharing
এদিকে টকশোর বিভ্রান্তিকর অংশ ও সরকারবিরোধী বিভিন্ন গুজব ছড়িয়ে দিচ্ছে উপস্থাপক জিল্লুর রহমান। ‘ডিজইনফো ফাইটার’ হিসেবে মার্কিন বেসরকারি সংস্থা ন্যাশনাল এনডৌমেন্ট ফর ডেমোক্রেসির (এনইডি) ফান্ড দিয়ে তিনি এ কাজটি করে যাচ্ছেন। https://www.facebook.com/watch/?v=419341173940422
বিগত বছর জুড়ে তার কার্যক্রম এভাবেই দেখা যাচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে।তবে এ নিয়েও মাথাব্যথা নেই ফেসবুকের।
বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক রানা দাশগুপ্ত বলেন, ২০১৩ সাল থেকে ফেসবুক জনপ্রিয় হতে শুরু করলে আমরা দেখেছি যে এই প্ল্যাটফর্ম ব্যবহার করে বিএনপি জামায়াত কর্মীরা সারা দেশে হামলা করেছে। কিন্তু ফেসবুক কর্তৃপক্ষের পক্ষ থেকে এ নিয়ে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। যা তাদের ব্যর্থতাকে স্পষ্টভাবে প্রমাণ করে। বিএনপি জামায়াতের প্রতি সুস্পষ্ট পক্ষপাতের এই ইঙ্গিতই বুঝিয়ে দেয় কীভাবে প্ল্যাটফর্মটি বিশ্বের অন্যান্য অংশে ঘৃণাত্মক বক্তব্য এবং সহিংসতা রোধ করতে ব্যর্থ হচ্ছে।