লক্ষ্মণ রায়, দেবীগঞ্জ, পঞ্চগড়
পঞ্চগড় জেলার দেবীগঞ্জ উপজেলার সোনাহার মল্লিকাদহ ইউনিয়নের সন্ন্যাসীতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শ্রেণীকক্ষে খড়ি রাখার অভিযোগ এসেছে।
সরজমিনে তদন্ত করতে গেলে দেখা যায় উক্ত বিদ্যালয়ের একটি ভবনে রাখা হয়েছে বিভিন্ন ধরনের খড়ি।
বিদ্যালয়ের সভাপতি মোঃ বাবুল ইসলামের সাথে মুঠোফোনে যোগাযোগ করলে তিনি জানান,”আমি সভাপতি আছি ঠিকই কিন্তু বিদ্যালয়ে ১ বছরেও একদিন মিটিং ডাকা হয় না।বিদ্যালয়ের পাশ দিয়ে যেতে আমিও লক্ষ্য করেছিলাম খড়ি রাখা হয়েছে।তবে এবার মিটিং ডাকা হলে আমি এই বিষয়টি উত্থাপন করবো।
এলাকাবাসীদের সাথে কথা বললে, জানা যায়,”বিদ্যালয়টিতে বিগত কয়েক বছর থেকে কোনদিন অডিট হতে দেখি নাই।তাই এই খেয়ালীপনা চলছে।যদি অফিসার আসতো তবে কি শ্রেণীকক্ষে খড়ি রাখতে পারতো।এটা সরকারি সম্পত্তি, ভোগ করার অধিকার কারো নাই। বাধা নিষেধ তোয়াক্কা না করে আবু বক্কর,আবু বক্করের ছেলে,সেলিম,গোয়াল নামের ক্ষমাতাশালী ব্যক্তিরা ক্ষমতার দাপটে খড়ি রাখে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ দুলাল হোসেন বিদ্যালয়ে উপস্থিত না থাকায় মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করেও কোন উত্তর পাওয়া যায় নি।