জাহিদ হাসান সাব্বির, রাজশাহী
রাজশাহীতে অপরূপ বাংলাদেশ ইকর্মাস সোসাইটির আয়োজনে ৩দিন ব্যাপি নারী উদ্দোক্তা ঈদ আনন্দ মেলার উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টায় নগরীর লালনশাহ মুক্তমঞ্চ এলাকার একটি রেস্তোরাঁয় সংস্থাটির আয়োজনে ও ৩৫জন উদ্দোক্তাদের অংশগ্রহণে মেলাটি শুরু হয়৷
উদ্বোধনী অনুষ্ঠানে উদ্দোক্তা মৌসুমী আক্তারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাসিকের ১৩নং ওর্য়াড কাউন্সিলর ও প্যানেল মেয়র ২ আব্দুল মমিন।
এসময় কাউন্সিলর মমিন বলেন, নারীরা আমাদের সমাজের একটি অবিচ্ছেদ্য অংশ তারা যখন উদ্দোক্তা হয়ে কর্মক্ষেত্রে পদার্পন করে তখন আমাদের সকলের উচিত তাদের সহযোগীতায় এগিয়ে আসা৷ আমি কাউন্সিলর হিসেবে আজকের মেলার উদ্বোধন করে যাচ্ছি এবং এমন কর্মকান্ডে সবসময় আমার সহযোগীতা থাকবে এমন প্রতিশ্রুতি দিয়ে যাচ্ছি।
তিনি আরো বলেন, নারী উদ্দোক্তাদের সার্বক্ষনিক সহযোগীতায় দেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেওয়া প্রতিটি নির্দেশনা পালন করছে রাসিক মেয়র এ এইচ এম খারুজ্জামান লিটন৷ আমরা তার দেখানো পথে নারীদের সর্বক্ষেত্রে অংশগ্রহণ নিশ্চিত করছি৷
মেলার আয়োজক ও সংগঠনটির বিভাগীয় প্রতিনিধি মৌসুমি আক্তার বলেন, আমরা সকল উদ্দোক্তা মিলে একটি মিটআপ এর আয়োজন করতে গিয়ে মেলার আইডিয়াটা আসে৷ এরপর, আমরা আল আকসার সহযোগীতা পায় জনাব মিজানুর রহমান ভাইয়ের পৃষটপোষকতায় মেলাটির আয়োজন করি৷ আমাদের এই মেলার মধ্যদিয়ে আমরা ঈদের আগে উদ্দোক্তাদের এক করতে পেরেছি এবং একটি পুর্ণমিলোনীর মধ্যদিয়ে আয়োজনটি শুরু করেছি৷
অনুষ্ঠানে সন্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আল-আকসা ডেভেলপার ও প্রোপাটিস লিমিটেডের পরিচালক মিজানুর রহমান কাজী, ওয়েব রাজশাহীর সভাপতি আঞ্জুমান আরা পারভিন লিপিসহ অন্যান্য অনেকে।