পটুয়াখালী জেলা দেশের একটি অন্যতম দর্শনীয় অঞ্চল। এই জেলায় রয়েছে প্রাকৃতিক সৌন্দর্যের বিস্ময়কর নিদর্শন, ঐতিহাসিক স্মৃতিবিজড়িত স্থাপনা এবং সাম্প্রতিক উন্নয়নের যাবতীয় প্রমাণ।
প্রাকৃতিক দৃশ্যাবলী: কুয়াকাটা সমুদ্র সৈকত, কুয়াকাটা জাতীয় উদ্যান, কাউয়ার চর, চর বিজয়, সোনার চর, চর গঙ্গামতী, ঝাউ বন, লাল কাঁকড়ার চর, রূপালী দ্বীপ, ঝিনুক বীচ, লেবুর চর, তিন চর/নদীর মোহনা, ফাতরার বন/সুন্দরবনের পূর্বাংশ প্রভৃতি অতুলনীয় প্রাকৃতিক সৌন্দর্যের ভান্ডার।
ঐতিহাসিক নিদর্শন: ঐতিহ্যবাহী শতবর্ষী নৌকা, কুয়াকাটার কুয়া, বৌদ্ধ বিহার, মিষ্টি পানির কূপ, রাখাইন পল্লী, বার্মিজ মার্কেট, শুঁটকি পল্লী, মজিদ শাহী মসজিদ/মিয়া বাড়ি মসজিদ ইত্যাদি ঐতিহ্য ও সংস্কৃতির অমর নিদর্শন বহন করে আসছে।
আধুনিক অবকাঠামো: পানি যাদুঘর, শহরে ঝাউতলা ৪ লেন সড়ক, সেলফি রোড, পলিট্যেকনিক লেক, পৌরসভা লেক, আবহওয়া অফিস সংলগ্ন দিঘি, পটুয়াখালী বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, লেবুখালী সেতু, ইলিশ পার্ক কুয়াকাটা, পায়রা সমুদ্র বন্দর, পটুয়াখালী লঞ্চ ঘাট/টার্মিনাল এবং আলিপুর মাছ বাজার, কানাই বলাই দিঘী প্রভৃতি নতুন যুগের ছাপ বহন করছে।
ব্যাপক প্রাকৃতিক দৃশ্যাবলী, ঐতিহাসিক ঘাটপ্রাচীর এবং আধুনিক অবকাঠামোর এই বিচিত্র সমাবেশের কারণেই পটুয়াখালীকে পর্যটকদের আদরের স্থান হিসেবে বিবেচিত করা হয়।